Just In
Don't Miss
অবিশ্বাস্য দামে ভারতে লঞ্চ হল রেডমি গো
ভারতে লঞ্চ হল শাওমির প্রথম অ্যানড্রয়েড গো স্মার্টফোন রেডমি গো। 1GB বা তার কম RAM এর স্মার্টফোনের জন্য নতুন এই অপারেটিং সিস্টেম নিয়ে এসেছিল গুগল। রেডমি গো ফোনে চলবে অ্যানড্রয়েড ওরিও (গো এডিশন)।
ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট আর 3,000 mAh ব্যাটারি। ছবি তোলার জন্য রেডমি গো তে থাকছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ আর HDR মোড। সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এন্ট্রি লেভেল স্মার্টফোন বাজারে নিজেদের জমি শক্ত করতেই ভারতে এই ফোন লঞ্চ করল শাওমি। মঙ্গলবার ভারতে এই ফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি।
ভারতে রেডমি গো ফোনের দাম
ভারতে রেডমি গো এর দাম ৪,৪৯৯ টাকা। শুধুমাত্র ফ্লিপকার্ট আর কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন পাওয়া যাবে। ২২ মার্চ দুপুর ১২ টায় শুরু হবে ফ্ল্যাশ সেল। শুধুমাত্র 1GB RAM আর 8GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন।
রেডমি গো স্পেসিফিকেশান
রেডমি গো ফোনে চলবে অ্যানড্রয়েড ওরিও (গো এডিশন) অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকবে একটি ৫ ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 425 চিপসেট। 1GB RAM আর 8GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য রেডমি গো তে থাকছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ আর HDR মোড। সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য রেডমি গো তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS আর মাইক্রো-USB। ফোনের ভিতরে থাকবে একটি 3,000mAh ব্যাটারি।
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090