Just In
Xiaomi Redmi Y3 লঞ্চের আগে দেখে নিন এই ফোনের স্পেসিফিকেশন
বাজেট মিডরেঞ্জ সেগমেন্টে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। শিঘ্রই বাজারে আসছেকোম্পানির পরবর্তী সেলফি সেন্ট্রিক স্মার্টফোন Redmi Y3। এই ফোনের সামনে থাকছে একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ইতিমধ্যেই Redmi Y3 লঞ্চের দিন ঘোষণা করেছে Xiaomi। ২৪ এপ্রিল এই ফোন লঞ্চ হবে বলে জানিয়েছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই অ্যামাজন ওয়েবসাইটে এই ফোনের জন্য আলাদা পেজ তৈরী হয়েছে।

Amazon পেজে Redmi Y3 ফোনে ৩২ মেহাপিক্সেল ক্যামেরা থাকার খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ডিসপ্লের উপরে দেখা গিয়েছে একটি ওয়াটার ড্রপ নচ। Xiaomi জানিয়েছে এই ফোনে Qualcomm Snapdragon এর শক্তিশালী চিপসেট ব্যবহার হবে। এর ফলে Redmi Y3 ফোনে দারুন গেম খেলা যাবে। এছাড়াও Redmi Y3 ফোনে পাওয়া যাবে 2 দিন ব্যাটারি ব্যাক আপ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় Redmi Y3 প্রসঙ্গে একের পর এক টিজার প্রকাশ করেছিলের শাওমি প্রধান মনু কুমার জৈন। সেই টিজারে এই ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার খবরে শিলমোহর দিয়েছিলেন তিনি।
৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ছাড়াও Redmi Y3 ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার থাকতে পারে। সাথে থাকতে পারে ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। Redmi Y3 ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 632 চিপসেট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন।
Redmi Y2 ফোনে 3,020 mAh ব্যাটারি ব্যবহার করেছিল Xiaomi। শোনা যাচ্ছে Redmi Y3 ফোনে 4,000 mAh ব্যাটারি থাকবে। থাকবে একটি 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। প্রসঙ্গত Redmi Y2 ফোনে ব্যবহার হয়েছিল Snapdragon 625 চিপসেট।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470