Just In
ব্লক না করেই ফেসবুকে মেসেঞ্জারে কোন ব্যক্তির মেসেজ উপেক্ষা করবেন কীভাবে?
দৈনন্দিন মেসেজিংয়ের জন্য প্রাথমিক অ্যাপ না হলে মেসেজ চালাচালির জন্য অনেকেই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন। অনেকেই পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ রাখতে ব্যবহার করেন এই অ্যাপ। ফেসবুক মেসেঞ্জারে অনেক সময় অপ্রয়োজনীয় মেসেজ আসে। এই ধরনের মেসেজ থেকে রক্ষা পেতে অনেকেই সেই মানুষটিকে ব্লক করতে চান। যদিও প্রিয় মানুষকে ফেসবুকে ব্লক করা সম্ভব না।

এই ধরনের সমস্যার সমাধানে নতুন উপায় নিয়ে এসেছে ফেসবুক। এবার থেকে কোন ব্যক্তিকে ব্লক না করেই ফেসবুক মেসেঞ্জারে সেই ব্যক্তির মেসেজ সম্পূর্ণভাবে উপেক্ষা করা সম্ভব হবে।
কীভাবে ব্যবহার করবে ফেসবুক মেসেঞ্জারের লেটেস্ট ফিচার? দেখে নিন।
কী কী প্রয়োজন?
ফেসবুক মেসেঞ্জারের লেটেস্ট ভার্সন।
একটি ইন্টারনেট কানেকশন।
ফেসবুক মেসেঞ্জারে ডেক্সটপ উপেক্ষা করার পদ্ধতি:
স্টেপ ১। ফেসবুক ইউজারনেম ও পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করুন।
স্টেপ ২। যে ব্যক্তিকে উপেক্ষা করবেন সেই ব্যক্তির চ্যাট উইন্ডো ওপেন করে ডান দিকে উপরে 'আই’ বাটন সিলেক্ট করুন।
স্টেপ ৩। এবার 'প্রাইভেসি ও সাপোর্ট’ অপশন সিলেক্ট করুন। এর পরে 'ইগনোর মেসেজেস’ অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৪। নিশ্চিত করতে পপ-আপ উইন্ডোতে একই অপশন সিলেক্ট করুন।
ফেসবুক মেসেঞ্জার মোবাইল অ্যাপে উপেক্ষা করার পদ্ধতি:
স্টেপ ১। ফেসবুক মেসেঞ্জার ওপেন করে লগ ইন করুন।
স্টেপ ২। যে ব্যক্তিকে উপেক্ষা করবেন সেই ব্যক্তির চ্যাট উইন্ডো ওপেন করে ডান দিকে উপরে 'আই’ বাটন সিলেক্ট করুন।
স্টেপ ৩। এবার 'ইগনোর মেসেজ’ বাটন সিলেক্ট করুন।
স্টেপ ৪। নিশ্চিত করতে কনফার্ম করুন।
এর পরে ফেসবুক মেসেঞ্জারে ঐ ব্যক্তি আপনাকে মেসেজ পাঠালে আপনার কাছে তা আর পৌঁছবে না। ফলে সহজেই অপ্রয়োজনীয় মেসেজের হাত থেকে রেহাই পাওয়া যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470