Just In
লেনদেনের সময় আধার নম্বর ভুল দিলেই জরিমানা
সম্প্রতি সংসদে সাধারন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্যান ও আধার সংযোগ করার প্রস্তাব দিয়েছিলেন। এবার থেকে বেশি টাকা লেনদেনের সময় আদার নম্বর ভুল দিলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে।

১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে নতুন আইন আনছে কেন্দ্র। ভারতীয় দন্ডবিধি ২৭২ বি তে পরিবর্তন আনছে কেন্দ্র। এই ধারায় ভারতীয় দন্ডবিধি ১৩৯ এ তে বিফল হলে জরিমানা হয়।
বাজেটে নির্মলা সীতারামন জানিয়েছিলেন এবার থেকে আয়কর জমা দেওয়ার সময় প্যানের পরিবর্তে আধার জমা দেওয়া যাবে। আগে আয়কম জমা দিতে প্যান বাধ্যতামুলক ছিল।
“যে সব নাগরিক আধার নম্বর দিয়ে আয়কর জমা দেবেন আয়কর দপ্তর সেই সব নাগরিককে সেই আধার নম্বরের অধীনে একটি প্যান দেবে। ইতিমধ্যেই আধারের সাথে প্যান সংযুক্ত থাকলে আধার অথবা প্যান যে কোন একটি নম্বর ব্যবহার করে আয়কর জমা দেওয়া যাবে।” বাজেট বক্তৃতায় বলেন অর্থমন্ত্রী।
যে সব জায়গায় এতদিন প্যান বাধ্যতামুলক ছিল সব জায়গায় আধার ব্যবহার করে একই কাজ করা যাবে। এই মুহুর্তে দেশে ২২ কোটি প্যান কার্ড আধারের সাথে যুক্ত রয়েছে। ১২০ কোটি নাগতিকের আধার রয়েছে। যদি কেউ নতুন প্যান চান তবে আধার ব্যবহার করে নতুন প্যান তৈরী সম্ভব। আগে আলাদা করে এই প্যান তৈরী করতে হতো। আধার ব্যবহার করলে নিজে থেকেই এই প্যান তৈরী হয়ে যাবে। এর ফলে নাগরিকদের সুবিধা হবে।
এছাড়াও ব্যাঙ্কে ৫০,০০০ টাকার বেশি লেনদেনে প্যানের জায়গার এবার থেকে আধার ব্যবহার করা যাবে। তবে ব্যাঙ্কে লেনদেনের সময় আধার নম্বর ভুল দিলে বড় জরিমানার সম্মুখীন হতে হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470