২০০০ টাকার নীচে এই ডিভাইসগুলি আপনার বাড়িকে স্মার্ট হোম বানিয়ে দেবে

২০০০ টাকার কম দামে নীচের ডিভাইসগুলি ব্যবহার করে নিজের সাধের বাড়িকে স্মার্ট হোম করে তুলতে পারেন।

By GizBot Bureau
|

দেশের মানুষ ক্রমশই টেক শ্যাভি হয়ে উঠছেন। স্মার্ট ফোনের সাথেই এখন একাধিক ডিভাই ব্যবহার করে সাধারন মানুষের জীবন আরও সহজ হয়ে উঠছে। ইউরোপ ও আমেরিকাতে ইতিমধ্যেই দারুন জনপ্রিয় স্মার্ট হোম। এবার ভারতেও তা জনপ্রিয়তা পেতে শুরু করেছে। অনেকের নিজের বাড়িকে স্মার্ট হোম করে তোলার ইচ্ছা থাকলেও কোথা থেকে তা শুরু করবেন বুঝে উঠতে পারেন না। ২০০০ টাকার কম দামে নীচের ডিভাইসগুলি ব্যবহার করে নিজের সাধের বাড়িকে স্মার্ট হোম করে তুলতে পারেন।

Cacazi LED স্মার্ট ডোরবেল

Cacazi LED স্মার্ট ডোরবেল

দাম - ১৫০৩ টাকা

যে কোন প্লাগে লাগিয়ে দিলেই এটি ডোরবেলের কাজ করবে। ৩০০ মিটার দূর থেকে কাজ করবে। ওয়াটার প্রুফ এই ডোরবেলে মোট ৩৬ টি আলাদা সুর সেট করতে পারবেন।

স্মার্ট সুইচ

স্মার্ট সুইচ

দাম - ৪৯৮ টাকা

এই স্মার্ট সুইচ দিয়ে স্মার্টফোন থেকে অ্যাপ এর মাধ্যমে যে কোন সুইচ অন/অফ করতে পারবেন। এর সাথেই এই স্মার্ট সুইচে Amazon Alexa ও Google Assistant সাপোর্ট পাবেন।

Anycast ওয়্যারলেস স্মার্ট স্ট্রিমিং ডিভাইস
 

Anycast ওয়্যারলেস স্মার্ট স্ট্রিমিং ডিভাইস

দাম - ৯৯৯ টাকা

Apple Airplay, Miracast, DLNA র মাধ্যমে Anycast দিয়ে ভিশিও স্ট্রিমিং করা যাবে। এছাড়াও এই ডিভাইস দিয়ে স্মার্টফোন বা ল্যাপটপের স্ক্রিন টিভি বা মনিটারে মিরর করা যাবে।

গ্লোবাল টেক Wifi এনেবেলড LED স্ট্রিপ

গ্লোবাল টেক Wifi এনেবেলড LED স্ট্রিপ

দাম - ১৩৮০ টাকা

এই ডিভাইস ব্যবহার করে wifi দিয়ে স্মার্টফোন থেকে LED লাইটের রঙ বদল করতে পারবেন।

Syska স্মার্ট বাল্ব

Syska স্মার্ট বাল্ব

দাম - ১৭০৬ টাকা

স্মার্টফোন থেকে এই বাল্বের রঙ বদল করতে পারবেন। Wifi দিয়ে চলবে। Amazon Alexa সাপোর্ট করবে।

 

Philips Hue স্মার্ট বাল্ব

Philips Hue স্মার্ট বাল্ব

দাম - ১৯১৫ টাকা

স্মার্টফোন থেকে এই বাল্বের রঙ বদল করতে পারবেন। Wifi দিয়ে চলবে। Amazon Eco, Apple Homekit ও Google Home সাপোর্ট করবে।

 Eufy Genie স্মার্ট স্পিকার

Eufy Genie স্মার্ট স্পিকার

দাম - ২০০০ টাকা

Amazon Alexa এনেবেল্ড এই স্মার্ট স্পিকার দিয়ে দশ হাজারের বেশি কাজ করা সম্ভব।

 

Phenovo মোশান সেন্সার ল্যাম্প

Phenovo মোশান সেন্সার ল্যাম্প

দাম - ৫২০ টাকা

কোন ব্যাটারি ছাড়াই কাজ কিরে এই আলো। সামনে কিছু নড়লে এই আলো অন/অফ হয়।

 

 Xiaomi Wi-Fi পাওয়ার স্ট্রিপ

Xiaomi Wi-Fi পাওয়ার স্ট্রিপ

দাম - ১৭৯৪ টাকা

Mi Home অ্যাপ থেকে স্মার্টফোন থেকে এই পাওয়ার স্ট্রিপ কন্ট্রোল করা যায়।

IBS Wifi ক্যামেরা

IBS Wifi ক্যামেরা

দাম -১৯৯৯ টাকা

5MP এই ক্যামেরায় Wifi দিয়ে স্মার্টফোন থেকে কন্ট্রল করা যাআয়। মোশান সেন্সিং রেকর্ডিং আছে।

Best Mobiles in India

Read more about:
English summary
Here is a short list of what they would have to buy to get their home appliances and tech accessories work in sync, all under Rs 2,000.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X