অ্যানড্রয়েড ওরিওতে একই অ্যাপ স্পিটস্ক্রিন মোডে চালাবেন কিভাবে?

|

অ্যানড্রয়েড ওরিওর অন্যতম সেরা ফিচার অবশ্যই স্প্লিট স্ক্রিন মোড। এখানে আপনি স্ক্রিনে একই সাথে দুটি অ্যাপ চালাতে পারবেন। তাই এখন আর দুটি অ্যাপ একসাথে ব্যাবহার করতে বারবার অ্যাপ সুইচ করতে হবে আপনার অ্যানড্রয়েড স্ক্রিনে।

 
অ্যানড্রয়েড ওরিওতে একই অ্যাপ স্পিটস্ক্রিন মোডে চালাবেন কিভাবে?

যদিও এখনো সব অ্যাপলিকেশান এই স্প্লিট স্ক্রিন মোড সাপোর্ট করে না। যা গ্রাহককে একসাথে একটি অ্যাপ নিজের স্ক্রিনে চালাতে বাধ্য করে।

আপনি যদি আপনার অ্যানড্রয়েড ওরিও তে একই অ্যাপ স্প্লিট স্ক্রিন মোডে দুইবার চালাতে চান তবে ফলো করুন নিচের স্টেপগুলি,

 

স্টেপ ১। আপনার ফোনে গুগুল প্লে স্টোর থেকে প্যারালাল উইন্ডো অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করুন।

স্টেপ ২। অ্যাপটি ওপেন করলে আপনার কাছে অনেকগুলি পার্মিশান চাইবে। তা অ্যাস্কেপ্ট করলে আপনাকে একটি পপ আপ উইন্ডোতে জিজ্ঞাসা করবে আপনি PIP মোড চান কি না?

স্টেপ ৩। এবার অ্যাপটি ওপেন করলে আপনার কাছে অনেকগুলি অ্যাপের একটি লিস্ট চলে আসবে। এবার আপনি যে অ্যাপটি স্প্লিট স্ক্রিন মোডে চালাতে চান সেই অ্যাপ্টি সিলেক্ট করুন। এর ফলে আপনি পেয়ে যাবেন একই অ্যাপের আলাদা কপি।

স্টেপ ৪। এবার স্প্লিট স্ক্রিন মোডে গিয়ে প্যারালাল স্পেস সিলেক্ট করে অ্যাপটি সিলেক্ট করুন। আর স্প্লিট স্ক্রিনের দ্বিতীয় অ্যাপ হিসাবে সিলেক্ট করুন ফোনে ইনস্টল থাকা সেই অ্যাপের অরিজিনাল কপি।

এইভাবে আপনি একই সাথে একই স্ক্রিনে চালাতে পারবেন দুটি ফেসবুক অ্যাকাউন্ট বা দুটি হোয়াটসঅ্যাপ বা অন্য যে কোন অ্যাপ।

মোবাইল কংগ্রেস ২০১৮: লঞ্চ হল Jolla Sailfish 3 OS, রয়েছে ফিচার ফোনে 4G সাপোর্টমোবাইল কংগ্রেস ২০১৮: লঞ্চ হল Jolla Sailfish 3 OS, রয়েছে ফিচার ফোনে 4G সাপোর্ট

Best Mobiles in India

English summary
Android is full of hidden features. To make the most out of your Android phone, you need to know what is its full potential. One of the best feature of Android is Aplit screen mode that let you run two apps on ne screen. But have you ever wondered how to run the same app in split screen on any Android Oreo phone? Let's find out

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X