ব্ল্যাক ফ্রাইডে সেলে Xiaomi Redmi Note 6 Pro ফোনে পাওয়া বিশেষ ছাড়

|

বৃহস্পতিবার ভারতে আসছে Xiaomi Redmi Note 6 Pro। বৃহস্পতিবার দুপুর ১২ টায় নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে লঞ্চ হবে Xiaomi Redmi Note 5 Pro ফোনের উত্তরসূরী। ২৩ নভেম্বর ফ্লিপকার্টে ব্ল্যাক ফ্রাইডে সেলে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। এই সেলে HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা বিশেষ ছাড় পাবেন।

 
ব্ল্যাক ফ্রাইডে সেলে Xiaomi Redmi Note 6 Pro ফোনে পাওয়া বিশেষ ছাড়

থাইল্যান্ডে Redmi Note 6 Pro এর দাম ৬৯৯৯ ভাট। যা প্রায় ১৫,৭০০ টাকার সমান। আপাতত থাইল্যান্ডে এই ফোন লঞ্চ হলেও ২০ নভেম্বর ভারতে লঞ্চ হবে Redmi Note 6 Pro। ভারতে ১৫,০০০ টাকার আশেপাশে এই ফোনের দাম হতে পারে বলে খবর।

Redmi Note 6 Pro স্পেসিফিকেশান

 

Redmi Note 6 Pro ফোনে রয়েছে একটি ৬.২৬ ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। আগেই জানাও হয়েছে Redmi Note 6 Pro ফোনের হার্ডওয়্যারে তেমন পরিবর্তন আসেনি। তাই Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও থাকবে Snapdragon 636 চিপসেট। সাথে থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ।

Redmi Note 6 Pro ফোনে ডুয়াল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা থাকবে। ফোনের পিছনের ডুয়াল ক্যামেরায় থাকবে একটি ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার।

সেলফি তোলার জন্য Redmi Note 6 Pro ফোনের রিয়ার ক্যামেরার মতোই ফোনের সামনেও ডুয়াল ক্যামেরা ব্যবহার করেছে শাওমি। ফোনের সামনের ডুয়াল ক্যামেরায় থাকবে একটি ২০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ব্যাটারি দিয়ে খুব সহজে একবার চার্জ করে দুই দিন ব্যবহার করা যাবে এই ফোন।

Best Mobiles in India

English summary
Xiaomi will unveil its Redmi Note 6 Pro smartphone on November 22 in India.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X