Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
আইফোন ১১ সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করল অ্যাপেল
মঙ্গলবার আইফোন ১১ সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করল অ্যাপেল। এই ফোনগুলি হল আইফোন১১, আইফোন ১১ প্রো আর আইফোন ১১ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১১ এ রয়েছে একটি ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। অন্যদিকে আইফোন ১১ প্রো আর আইফোন ১১ প্রো ম্যাক্স ফোনে রয়েছে যথাক্রমে ৫.৮ ইঞ্চি আর ৬.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে। ভারতে ২৭ সেপ্টেম্বর নতুন আইফোন বিক্রি শুরু হবে।

ভারতে আইফোন ১১ লঞ্চ
আইফোন ১১ সিরিজের সব ফোনে থাকছে ৭ ন্যানোমিটার এ১৩ বায়োনিক চিপ। সাথেন থাকছে আগের থেকে ভালো ব্যাটারি লাইফ, ভালো ফেস আইডি। কোম্পানি জানিয়েছে এটাই সব থেকে উন্নত ও শক্তিশালী আইফোন।

অ্যাপেল আইফোন ১১
ডিজাইন ও ডিসপ্লে
আইফোন ১১ ফোনে ব্যবহার হয়েছেন একটি ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। সাথে থাকছে নতুন অ্যানোডাইজড অয়ালুমিনিয়াম ডিজাইন। জল ও ধুলোর হাত থেকে রক্ষা পেতে আইফোন ১১ এ থাকছে আইপি ৬৮ রেটিং। ছয়টি রঙে পাওয়া যাবে ২০১৯ সালের বাজেট আইফোন।

সিপিইউ আর জিপিইউ
আইফোন ১১ এ থাকছে একটি এ১৩ বায়োনিক চিপ। কোম্পানির দাবি এই চিপে রয়েছে বিশ্বের সুবথেকে শক্তিশালী সিপিইউ আর জিপিইউ। এ১৩ বায়োনিক চিপে রয়েছে ৮৫০ কোটি ট্রানজিস্টার আর আগের থেকে দ্রুতগতির নিউরাল ইঞ্জিন।

ক্যামেরা
আইফোন ১১ এ রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় দুটি ১২ মেগাপিক্সেল সেন্সর থাকবে। একটি ক্যামেরায় থাকছে ওয়াইড অয়াঙ্গেল লেন্স। এই ক্যামেরায় অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশন ব্যবহার করেছে অ্যাপেল। ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে ৪কে ভিডিও রেকর্ড করতে পারবে আইফোন ১১। সেলফি তোলার জন্য এই ফোনে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

ব্যাটারি
আইফোন ১১ এ নতুন প্রসেসারের জন্য আগের থেকে ভালো ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে গত বছরের আইফোনের থেকে আইফোন ১১ এ এক ঘন্টা বেশি ব্যাক আপ পাওয়া যাবে।

আইফোন ১১ প্রো আর আইফোন ১১ প্রো ম্যাক্স
ডিজাইন আর ডিসপ্লে
আইফোন ১১ প্রো আর আইফোন ১১ প্রো ম্যাক্স ফোনের ফ্রেম তৈরী হইয়েছে স্টেন লেস স্টিল দিয়ে। আইফোন ১১ প্রো ফোনে থাকছে একটি ৫.৮ ইঞ্চি ওলেড ডিসপ্লে আর আইফোন ১১ প্রো ম্যাক্স ফোনে থাকছে একটি ৬.৫ ইঞ্চি ওলেড ডিসপ্লে। এই দুই ফোনে রয়েছে আইপি ৬৮ রেটিং। ডিসপ্লেতে থাকছে ১২০০ নিটস ব্রাইটনেস।

ক্যামেরা
আইফোন ১১ প্রো আর আইফোন ১১ প্রো ম্যাক্স ফোনের পিছনে তিনটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এর মধ্যে একটি ক্যামেরায় টেলফটো লেন্স আর একটি ক্যামেরায় ওরাইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। এই ক্যামেরা ব্যবহার করে ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে ৪কে ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি তোলার জন্য এই দুই ফোনে থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাটারি ও ফেস আইডি
আইফোন ১১ প্রো ফোনে আগের থেকে ৪ ঘন্টা বেশি ও আইফোন ১১ প্রো ম্যাক্স ফোনে আগের থেকে ৫ ঘন্টা বেশি ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপেল। আগের থেকে ৩০ শতাংশ জলদি কাজ করবে এই দুই ফোনের ফেস আইডি।

কত দাম? কবে মিলবে?
আইফোন ১১ এর দাম শুরু হচ্ছে ৬৪,৯০০ টাকা থেকে। ৬৪ জিবি, ১২৮জিবি আর ২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যাবে আইফোন ১১। ১৩ সেপ্টেম্বর এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। বিক্রি শুরু ২৭ সেপ্টেম্বর।
আইফোন ১১ প্রো আর আইফোন ১১ প্রো ম্যাক্স এর দাম শুরু হচ্ছে ৯৯,৯০০ টাকা আর ১,০৯,৯০০ টাকা থেকে। ৬৪ জিবি, ২৫৬ জিবি আর ৫১২ হজিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। বিক্রি শুরু ২৭ সেপ্টেম্বর।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190