গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে আরও বেশি সুবিধা দিচ্ছে এয়ারটেল

By Gizbot Bureau
|

গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে সম্প্রতি একাধিক সুবিধা নিয়ে হাজির হয়েছিল এয়ারটেল। এবার গ্রাহকদের ধন্যবাদ জানাতে ২৯৯ টাকার পতুন প্ল্যান নিয়ে হাজির গুরুগ্রামের কোম্পানিটি। এই প্ল্যানে ২৮ দিন ভ্যালিডিটির সাথে দিনে 2.5GB ডেটা ব্যবহার করা যাবে। এসএমএস ও আনলিমিটেড কল করার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানের সাথে বিনামূল্যে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশান দিচ্ছে এয়ারটেল।

গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে আরও বেশি সুবিধা দিচ্ছে এয়ারটেল

সিল্ভার, গোল্ড, ও প্ল্যাটিনাম স্তরে বিভিন্ন গ্রাহককে ধন্যবাদ জানিয়ে একাধিক সুবিধা দিতে শুরু করেছে কোম্পানিটি। এক বিবৃতিতে এই কথা জানিয়েছে টেলিকম কোম্পানিটি।

সিলভার স্তরের গ্রাহকরা বিনামূল্যে উইঙ্ক সাবস্ক্রিপশান পাবেন। গোল্ড স্তরের গ্রাহকরা পাবেন বিভিন্ন প্রিমিয়াম কনটেন্ট আর ফাইনানশিয়াল সার্ভিস। প্ল্যাটিনাম গ্রাহকরা পাবেন ভিআইপি সার্ভিস।

'এয়ারটেল থ্যাঙ্কস’ নামে একটি অ্যাপ নিয়ে এসেছে কোম্পানিটি। এই অ্যাপ ব্যবহার করে কোম্পানির সব সুবিধা ব্যবহার করা যাবে।

২৯৯ টাকা প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা দিনে 2.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে ১০০ টা এসএমএস এর সুবিধা। এই প্ল্যানে আনলিমিটেড লোকা, ন্যাশানাল ও রোমিং কল করা যাবে। ২৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

তবে এই প্ল্যানের প্রধান আকর্ষন অবশ্যই বিনামূল্যে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ। ২৯৯ প্ল্যানের গ্রাহকরা 'এয়ারটেল থ্যাঙ্কস’ অ্যাপ থেকে বিনামূল্যে অয়ামাজন প্রাইম অ্যাক্টিভেট করতে পারবেন। এয়ারটেল ওয়েবসাইট, এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ, অ্যামাজন ওয়েবসাইট, অ্যামাজন অ্যাপ ও অ্যামাজন পে থেকে এই রিচার্জ করা যাবে।

সম্প্রতি এয়ারটেল কে টপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকমের তকমা ছিনিয়ে নিয়েছে জিও। হু হু করে গ্রাহক হারাচ্ছে এয়ারটেল। তাই বাজারে ফিরে পেতে গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে একাধিক নতুন সুবিধা নিয়ে হাজির হল গুরুগ্রামের কোম্পানিটি।

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel is thanking these customers with Amazon Prime membership, 2.5GB data per day and more.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X