বাড়িতে স্মার্ট আলো লাগানোর কথা ভাবছেন? এই আলোগুলি দেখে নিন

By Gizbot Bureau
|

ভারতে এখনও ইন্টারনেট অফ থিংস (আইওটি) জনপ্রিয়তা না পেলেও ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় কোম্পানি ভারতে নিত্যনতুন প্রোডাক্ট নিয়ে হাজির হচ্ছে। ইতিমধ্যেই ভারতে একাধিক জনপ্রিয় স্মার্ট লাইট লঞ্চ হয়েছে। অ্যামাজন ইকো, গুগল হোম এর মতো স্মার্ট স্পিকার ছাড়াও স্মার্টফোন অ্যাপ থেকে এই স্মার্ট লাইটগুলি নিয়ন্ত্রন করা যায়। স্মার্টফোনের নির্দিষ্ট অ্যাপ থেকে এই স্মার্ট লাইটগুলি অন/অফ করা যায়। এছাড়াওয়াপ্প থেকেই আলোর রঙ বদল করা যাবে। এই ধরনের আলো বাড়িতে লাগানোর পরিকল্পনা থাকলে নীচের আলোগুলি দেখে নিতে পারেন।

সিসকা টি এল ১০০৭ আই স্মার্ট টেবিল ল্যাম্প

সিসকা টি এল ১০০৭ আই স্মার্ট টেবিল ল্যাম্প

এটি একটি ৭ ওয়াট এল ই ডি ল্যাম্প। অ্যামাজন ইকো ও গুগল হোম থেকে আই আলো নিয়ন্ত্রন করা যাবে। অর্থাৎ কন্ঠস্বরের মাধ্যমে এই আলো নিয়ন্ত্রন করা যাবে। তিনটি ব্রাইটনেস লেভেলে এই আলো জ্বলবে। কোম্পানি জানিয়েছে ৩০,০০০ ঘন্টা জ্বলবে এই আলো। সিসকা স্মার্ট লাইটের দাম ৩,৬৯৯ টাকা।

ফিলিপ্স হিউ

ফিলিপ্স হিউ

স্মার্ট লাইটের জগতে বিশ্বের অন্যতম সেরা লাম ফিলিপ্স হিউ। ১০ ওয়াট এই আলোতে এক বছর ওয়ারিন্টি দেবে ফিলিপ্স। অ্যামাজন ইকো ও গুগল হোম এর সাথে কাজ করতে পারে এই আলো। এছাড়াও স্মার্টফোন থেকে এই আলো কন্ট্রোল কররার জন্য রয়েছে বিশেষ অ্যাপ। অ্যাজড্রয়েড ও আইফোনে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। ফিলিপ্স হিউ এর আম শুরু হচ্ছে ১,৯২৯ টাকা থেকে।

উইপ্রো নেক্সট স্মার্ট এলিডি বাটেন

উইপ্রো নেক্সট স্মার্ট এলিডি বাটেন

অন্য আলোগুলি ছোট মনে হলে উইপ্রো র এই আলো দেখতে পারেন। ঘরে টিউব লাইটের পরিবর্তে স্মার্টফোন থেকে এই আলো কন্ট্রোল করতে পারেন। অ্যামাজন ইকো ও গুগল হোম থেকে এই আলো নিয়ন্ত্রণ করা যাবে। ১,৪৯৯ টাকা দামে অ্যামাজন থেকে কেনা যাবে উইপ্রো স্মার্ট লাইট।

ইলাইট এলিডি বাল্ব

ইলাইট এলিডি বাল্ব

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে শাওমির এই স্মার্ট বাল্ব। মি হোম অ্যাপ থেকে এই আলো নিয়ন্ত্রন করা যাবে। দুটি ভেরিয়েন্টে এই আলো পাওয়া যাবে। একটি সাদা অন্যটিতে আলোর রঙ বদল করা যাবে। শাওমির এলইডি বাল্বের দাম ১,৪৯৯ টাকা।

Best Mobiles in India

Read more about:
English summary
Philips’ Hue series is perhaps the best known among smart lighting solutions in the world

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X