দেশের সেরা মাল্টিপল চার্জিং হাব স্টেশনগুলি দেখে নিন

By Gizbot Bureau
|

আপনার কাছে রয়েছে একাধিক ফোন ও অন্যান্য গ্যাজেট। একসঙ্গে এই সব ডিভাইস চার্জ করার প্রয়োজন হয়? তাহলে দেখে নিতে পারেন এই মাল্টি চার্জিং স্টেশনগুলি। ২,০০০ টাকার কম দামে এই প্রোডাক্টগুলি কেনা যাবে আমাজন থেকে।

দেশের সেরা মাল্টিপল চার্জিং হাব স্টেশনগুলি দেখে নিন

পোর্টনিক্স পোড় ৬ পোর্ট হোম চার্জিং স্টেশন

দাম ৬৯৪ টাকা

স্পেসিফিকেশন

৬ পোর্ট ইউএসবি চার্জিং। ৮এ আউটপুট, স্মার্টফোন ও ট্যাবলেট চার্জিং।

বিল্ট ইন স্মার্ট আইসি যা প্রত্যেক ডিভাইসকে পর্যাপ্ত কারেন্ট পাঠাবে।

প্রত্যেক ডিভাইসে দ্রুত চার্জিং।

ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট, শর্ট সার্কিট প্রোটেকশন।

৬ মাস ওয়্যারিন্টি।

পোর্টনিক্স পাওয়ার বান, সার্জ প্রোটেকটর

দাম – ৭৯৯ টাকা

স্পেসিফিকেশন

একসঙ্গে তিনটি ৫ ভোল্ট, ২.৪ অ্যাম্প ডিভাইস চার্জিং। স্মার্টফোন, পাওয়ার-ব্যাঙ্ক, হেডফোন চার্জ করা যাবে।

বাড়িতে ব্যবহারের জন্য আদর্শ এই ডিভাইস।

ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট, শর্ট সার্কিট প্রোটেকশন।

১.৫ মিটার এসি কর্ড।

ভারতীয় সকেটের জন্য বিশেষভাবে ডিজাইন।

ডেস্টিনিও মাল্টি চার্জার

দাম ৯৯৯ টাকা স্পেসিফিকেশন

৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, পিডি ও কুইক চার্জ ৩ সাপোর্ট।

৪টি ইউএসবি পোর্টে একসঙ্গে চারটি ডিভাইস চার্জ করা যাবে।

প্রত্যেক ডিভাইসকে আলাদাভাবে চিনে সেই অনুযায়ী চার্জিং কারেন্ট পাঠাবে এই ডিভাইস।

রয়েছে ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট, শর্ট সার্কিট প্রোটেকশন।

থ্রি পিন প্লাগ মডেল।

সেজো ইউএসবি চার্জার ইউএসবি চার্জিং স্টেশন

দাম ৯৯৯ টাকা

স্পেসিফিকেশন

অত্যাধুনিক চার্জিং প্রযুক্তি। একটি পোর্টে সর্বোচ্চ ২.৪ অ্যাম্প ও মোট ১০ অ্যাম্প চার্জিং সাপোর্ট।

১০০-২৪০ ভোল্ট ইনপুট।

যে কোন স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য গ্যাজেট চার্জিং।

১০টি ইউএসবি পোর্ট ও ৩.৩ ফুট পাওয়ার কর্ড।

পোর্টেবল ডিজাইন।

থ্রি আইডিয়া ইমাজিন ক্রিয়েট ক্রিন্ট টেস্কো ২২ ওয়াট ৪ পোর্ট ইউএসবি চার্জার

দাম ৭৮৫ টাকা

স্পেসিফিকেশন

পোর্টেবল ডিজাইন।

যে কোন স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য গ্যাজেট চার্জিং।

৪.৪এ/২২ওয়াটি ফাস্ট চার্জিং।

অটোমেটিক ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট।

অত্যাধুনিক চার্জিং প্রযুক্তি।

লাইভ টেক পিএস০৬ উইথ ৩পিসি চার্জিং

দাম ১৩৬২ টাকা

স্পেসিফিকেশন

তিনটি ইউএসবি আউটপুট, ১১০-২২০ ভোল্ট ইনপুট।

হাই কোয়ালিটি পিভিসি মেটিরিয়াল।

কন্ট্রোল সুইচ বাটন, এলইডি লাইট ইন্ডিকেটর।

বাড়ি ও অফিসে ব্যবহারের জন্য আদর্শ।

মাইক্রোওয়েভ মাল্টিপল স্মার্ট ইউএসবি চার্জার, ৮ পোর্ট চার্জার

দাম ৪,৪৯৯ টাকা

স্পেসিফিকেশন

বড় এলইডি স্ক্রিন

শক্তিশালী ৪০ ওয়াট চার্জিং।

৮টি পোর্টে একসঙ্গে চার্জিং।

যে কোন স্মার্টফোন, ট্যাবলেট চার্জিং।

১০০ শতাংশ সুরক্ষিত চার্জিং, ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট, শর্ট সার্কিট প্রোটেকশন।

বাড়ি ও অফিসে ব্যবহারের জন্য আদর্শ।

সুপি কুইক চার্জ ৬ পোর্ট ইউএসবি চার্জিং স্টেশন অর্গানাইজার

দাম ২,৯৯৯ টাকা

স্পেসিফিকেশন

৬০ ওয়াট ১২ এ কুইকচার্জ ৩ সাপোর্ট।

সব স্মার্টফোন ও ট্যাবলেট চার্জিং।

স্মার্টওয়াচ চার্জিংয়ের পৃথক জায়গা।

স্মার্টফোন ও ট্যাবলেট চার্জিংয়ের পৃথক হোল্ডার।

টিনেক্সট সিক্স পোর্ট চার্জার

দাম ১,৭৯৯ টাকা

স্পেসিফিকেশন

১ বছরের ওয়্যারিন্টি

স্মার্ট অটো সেন্স প্রযুক্তি

ছোট কিন্তু শক্তিশালী

যে কোন ইউএসবি চার্জিং ডিভাইস সাপোর্ট

৬টি ইউএসবি পোর্ট, ৪০ ওয়াট চার্জার, ডিটাচেবেল কর্ড।

কাস্টমর কেয়ার সার্ভিস।

Best Mobiles in India

Read more about:
English summary
Do you own multiple gadgets and looking for a USB charging hub that can recharge all the devices simultaneously? You might need a multiple USB Charging hub or a charging station do to so.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X