সেরা সিকিউরিটি ক্যামেরা কোনটা? দেখে নিন

By Gizbot Bureau
|

আজকাল ঘরে ঘরে সিকিউরিটি ক্যামেরা দেখা যাচ্ছে। বিভিন্ন জনপ্রিয় কোম্পানি ইতিমধ্যেই সিকিউরিটি ক্যামেরা নিয়ে হাজির হয়েছে। গোটা বিশ্বের যে কোন প্রান্তে থেকেই এই সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করে বাড়ি অথবা নিজের কাজের যায়গার সুরক্ষা ;নিশ্চিত করা সম্ভব।

সেরা সিকিউরিটি ক্যামেরা কোনটা? দেখে নিন

এই মুহূর্তে বাজারে বহু সিকিউরিটি ক্যামেরা থাকলেও কোনটা আপনার জন্য আদর্শ? নীচে সেই তালিকা দেখে নিন। এর মধ্যে কিছু ক্যামেরায় রয়েছে ৩৬০ ডিগ্রি ভিউ, ভালো ইমেজ কোয়ালিটি, এছাড়াও ক্যামেরার কাছের মানুষটির সাথে কথা বলার জন্য থাকছে মাইক্রোফোন।

মি ৩৬০ ডিগ্রি ১০৮০ পি ওয়াইফাই স্মার্ট সিকিউরিটি ক্যামেরা

মি ৩৬০ ডিগ্রি ১০৮০ পি ওয়াইফাই স্মার্ট সিকিউরিটি ক্যামেরা

দাম ২,৬৯৮ টাকা

স্পেসিফিকেশন

  • এআই মোশন ডিটেকশন অ্যালার্ট। ১১০ ডিগ্রি অ্যাঙ্গেলের এই ক্যামেরায় থাকছে ওয়াইফাই সাপোর্ট।
  • ইনপুট পাওয়ার ৫ ভোল্ট। -১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ক্যামেরা কাজ করবে।
  • অ্যানড্রয়েড ৪.৪ বা তার বেশি আর আই ওএস ৯.০ বা তার বেশি অপারেটিং সিস্টেম ডিভাইস থেকে এই সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করা যাবে।
  • ইনফ্রারেড নাইট ভিশন।
  • টক-ব্যাক ফিচার।
  • চাইলে উলটো করে লাগানো যাবে।
  • ৬৪ জিবি পর্যন্ত এস-ডি কার্ড সাপোর্ট।
  • ডি লিঙ্ক সিকিউরিটি ক্যামেরা
     

    ডি লিঙ্ক সিকিউরিটি ক্যামেরা

    দাম ২,৪৩০ টাকা

    স্পেসিফিকেশন

    • মাই ডি-লিঙ্ক ক্লাউডে ডেটা স্টোরেজ।
    • যে কোন যায়গা থেকে ফুটেজ ব্যবহার করা যাবে।
    • আকারে ছোট।
    • ৭২০ প এইচডি ভিডিও।
    • কম আলোর জন্য পাঁচটা আলাদা মোড।
    • সাউন্ড ও মোশন ডিটেকশন।
    • ভিডিও রেকর্ডিং।
    • গোদরেজ এস ৭২০ পি এইচ ডি সিকিউরিটি ক্যামেরা

      গোদরেজ এস ৭২০ পি এইচ ডি সিকিউরিটি ক্যামেরা

      দাম ২,১০০ টাকা

      স্পেসিফিকেশন

      • ঘরে ও বাইরে ব্যবহার করা যাবে।
      • নাইট ভিশন ফিচার।
      • ৭২০পি এইচ ডি রেকর্ডিং।
      • মোশন ডিটেকশন।
      • ২ ওয়ে অডিও।
      • মোটোরোলা স্মার্ট সিকিউরিটি ক্যামেরা

        মোটোরোলা স্মার্ট সিকিউরিটি ক্যামেরা

        দাম ৪,৪৯০ টাকা

        স্পেসিফিকেশন

        • রিমোট এইচ ডি কোয়ালিটি ভিডিও স্ট্রিমিং।
        • মোশন স্ন্যাপশট।
        • ২ ওয়ে কমিউনিকেশন।
        • ইনফ্রারেড নাইট ভিশন।
        • ডি১০০৫ডব্লু এইচ ডি ওয়াইফাই স্মার্ট হোম হিডেন ৩৬০ ডিগ্রি সিকিউরিটি ক্যামেরা

          ডি১০০৫ডব্লু এইচ ডি ওয়াইফাই স্মার্ট হোম হিডেন ৩৬০ ডিগ্রি সিকিউরিটি ক্যামেরা

          দাম ২,৫৯৯ টাকা

          স্পেসিফিকেশন

          • ঘরে ব্যবহার করা যাবে।
          • রিমোট কন্ট্রোল
          • নাইট ভিশিন।
          • ১৮০ ডিগ্রি ভিশন।
          • মোশন ডিটেকশন।
          • নাইট ভিশন।
          • সাফেসিড ভি৩৮০ ওয়াই ফাই স্মার্ট নেট সিকিউরিটি ক্যামেরা

            সাফেসিড ভি৩৮০ ওয়াই ফাই স্মার্ট নেট সিকিউরিটি ক্যামেরা

            দাম ১,৪৪৮ টাকা

            স্পেসিফিকেশন

            • ঘরে ব্যবহার করা যাবে।
            • মোবাইল ফোন থেকে আইপি ক্যামেরার মতো ব্যবহার করা যাবে।
            • সহজ ইন্সটলেশন।
            • ৩৬০ ডিগ্রি ক্যামেরা।
            • ৩৬০ ১০৮০ পি ফুল এইচ ডি স্মার্ট সিকিউরিটি ক্যামেরা

              ৩৬০ ১০৮০ পি ফুল এইচ ডি স্মার্ট সিকিউরিটি ক্যামেরা

              দাম ২,৬৯৮ টাকা

              স্পেসিফিকেশন

              • ঘরে ও বাইরে ব্যবহার করা যাবে।
              • নাইট ভিশন।
              • ১০৮০ পি ফুল এইচ ডি।
              • ৩৬০ ডিগ্রি ভিশন।
              • মোশন ডিটেকশন।
              • ২ ওয়ে অডিও।
              • ডিজিমার্ট ওয়াই ওয়াইপি২পি ১০৮০ পি ওয়ারলেস আইপি ক্যামেরা সিকিউরিটি ক্যামেরা

                ডিজিমার্ট ওয়াই ওয়াইপি২পি ১০৮০ পি ওয়ারলেস আইপি ক্যামেরা সিকিউরিটি ক্যামেরা

                দাম ১,২৬৪ টাকা

                স্পেসিফিকেশন

                • ঘরে ব্যবহার করা যাবে।
                • রিমোট কন্ট্রোল।
                • নাইট ভিশন।
                • একটা চ্যানেল।

Best Mobiles in India

Read more about:
English summary
Best Portable Smart Security Cameras To Buy In India

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X