Just In
চশমার সঙ্গেই ক্যামেরা, স্পিকার! সেরা স্মার্ট গ্লাসগুলি দেখে নিন
অগমেন্টেড রিয়ালিটি ও ভার্চুয়াল রিয়ালিটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গেই স্মার্ট গ্লাসের চাহিদা বাড়তে শুরু করেছে। আজকাল বিভিন্ন দামে পাওয়া যায় এই প্রোডাক্ট। ভারতেও এর মধ্যে অনেক মডেল ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে। এই চশমাগুলির সঙ্গেই রয়েছে ক্যামেরা, স্পিকার ও আরও অনেক কিছু।

এক নজরে ভারতে সেরা স্মার্ট গ্লাসের তালিকা দেখে নিন। এই তালিকায় বোসের মতো জনপ্রিয় কোম্পানি ছাড়াও অনেক ছোট কোম্পানির প্রোডাক্ট রয়েছে।
স্পেকটাকেলস ৩ বাই স্ন্যাপচ্যাট
দাম – ২৯,৯৯৯ টাকা
স্পেসিফিকেশন
- থ্রি ডি ছবি ও ভিডিও রেকর্ড
- কেসের মধ্যেই চার্জার ফলে রাস্তায় চার্জ করে নেওয়া যাবে
- থ্রি ডি এফেক্টের মাধ্যমে অতীতের মুহূর্তে চলে যান
- ইউটিউব ভিআর এর মতো সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের মুহূর্তগুলি শেয়ার করুন
বোস ফ্রেমস সোপরানো - ক্যাট আই পোলারাইজড অ্যান্ড ব্লুটুথ সানগ্লাসেস
দাম – ২১,৯০০ টাকা
স্পেসিফিকেশন
- বোস ওপেন ইয়ার অডিও সানগ্লাস
- একটানা সাড়ে পাঁচ ঘণ্টা মিউজিক প্লে ব্যাক
- পোলারয়েড লেন্স, যা ৯৯ শতাংশ ইউভি রশ্মি আটকাবে
- ৩০ ফুট পর্যন্ত ব্লুটুথ রেঞ্জ
- লেন্স পরিবর্তন করার ফিচার
- অত্যাধুনিক মাইক্রোফোন
এক্সার্ট অপটিও এক্সজেড০১ অডিও ফ্রেম সানগ্লাস সঙ্গে ব্লুটুথ
দাম – ১১,৯৯৯ টাকা
স্পেসিফিকেশন
- ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি, ওয়্যারলেস স্টিরিও হেডফোন
- ১১০ এমএএইচ ব্যাটারি, এক চার্জে চলবে প্রায় ৫ ঘণ্টা
- ইউভি প্রোটেকশন
- বিল্ট ইন মাইক
বোস ফ্রেমস রন্ডো
দাম – ১৫,৩৩০ টাকা
স্পেসিফিকেশন
- রাউন্ডেড লেন্স
- ৪৯.৫ মিলিমিটার চওড়া
- ইন্টিগ্রেটেড মাইক্রোফোন, ফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ব্যবহারের সুযোগ। থাকছে ভয়েস কলিং
- সানগ্লাসের সঙ্গেই বোস স্পিকার
টেকনোভিউ ১০৮০পি ৮০ ডিগ্রি সিকিউরিটি ক্যামেরা
দাম – ১২,৫০০ টাকা
স্পেসিফিকেশন
- এটা একটা স্পাই ক্যাম। এই সানগ্লাস থেকে ভিডিও রেকর্ড করা যাবে
- এভিআই ফর্ম্যাটে ১০৮০ পি রেসোলিউশনে রেকর্ড করা যাবে ভিডিও
- চশমার ঠিক মাঝে ক্যামেরা থাকছে। ফলে সহজেই গোপনে ভিডিও রেকর্ড করা যাবে
- ৬৪জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট থাকছে। সরাসরি এই মেমোরি কার্ডেই ভিডিও সেভ হবে। একটি ৬৪জিবি মেমোরি কার্ডে সর্বোচ্চ ৭০ মিনিট ভিডিও রেকর্ড করা যাবে
- সম্পূর্ণ চার্জে ৭০ মিনিট চলবে এই চশমা
স্কাইফ্লাই মাট্রিক্স স্মার্ট অডিও সানগ্লাস
দাম – ১৩,৪৯৯ টাকা
স্পেসিফিকেশন
- নিয়ার ফিল্ড সারাউন্ড সাউন্ড, ইউভি ৪০০ লেন্স
- ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি
- আইপি ৫৫ সোয়েট রেসিস্ট্যান্ট
- গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরি সাপোর্ট
- ৮ ঘণ্টা প্লে টাইম
এক্সার্ট শিল্ড জেড১ অডিও সানগ্লাস ফ্রেম সঙ্গে স্টিরিও স্পিকার
দাম – ৬,৯৯৯ টাকা
স্পেসিফিকেশন
- ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি
- স্টিরিও স্পিকার
- কল রিসিভ/রিজেক্ট বাটন
- ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট
- ৩ ঘণ্টা মিউজিক প্লে ব্যাক
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470