Just In
- 10 hrs ago
অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড করে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন কীভাবে?
- 1 day ago
জিমেল অ্যাপে অন্য ইমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন কীভাবে?
- 4 days ago
৩০ এপ্রিল পর্যন্ত নাইট কার্ফু: দিল্লি সরকারের ওয়েবসাইট থেকে ই-পাস পাবেন কীভাবে?
- 5 days ago
জিও ফাইবারের এই প্ল্যানগুলিতে মিলবে অতিরিক্ত ভ্যালিডিটি
Don't Miss
স্মার্টফোন, টিভি ও অন্যান্য প্রোডাক্টে দুর্দান্ত সেল নিয়ে হাজির স্যামসাং
শুরু হল স্যামসাং ব্লু ফেস্ট সেল। এই সেলে স্যামসাং এর বিভিন্ন প্রোডাক্ট সস্তা হয়েছে। এর মধ্যে রয়েছে কোম্পানির স্মার্টফোন, টিভি, অ্যাকসেসারিজ, হেডফোন ও অন্যান্য প্রোডাক্ট। এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় অতিরিক্ত ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। অ্যামাজন পে ব্যবহার করে কেনাকাটায় থাকছে ১,৫০০ টাকা ক্যাশব্যাক আর ১৫,০০০ টাকার ভাউচার।
এক নজরে এই সেলের সব গুরুত্বপূর্ণ অফারগুলি নীচে দেখে নিন

স্মার্টফোন ১৫ শতাংশ ছাড়
এই সেলে স্মার্টফোনে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে গ্যালাক্সি এম ১০। গ্যালাক্সি এম ২০ ফোন পাওয়া যাচ্ছে ৯,৯৯০ টাকা। এমনকি প্রিমিয়াম ফোনেও পাওয়া যাচ্ছে।

টিভিতে ৪৫ শতাংশ ছাড়
এই সেলে টিভিতে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। ১৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ৮০ সেমি টিভি। ৪কে এলইডি স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে 59,990 টাকায়। সম্প্রতি লঞ্চ হওয়া টিভিতেও ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

স্মার্ট ওয়াচে ২০ শতাংশ ছাড়
কোম্পানির নির্বাচিত স্মার্টওয়াচে ২০ শতাংশ ছাড় দেবে স্যামসাং। ২২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে গিয়ার ৩ ফ্রন্টিয়ার। ৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে গ্যালাক্সি সিলভার।

হেডফোনে ৪০ শতাংশ ছাড়
এই সেলে হেডফোনে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি। বাজেট থেকে প্রিমিয়াম সব ধরনের হেডফোনেই এই সেলে ছাড় পাওয়া যাবে।

স্টোরেজ ডিভাইসে ৫০ শতাংশ ছাড়
বিভিন্ন স্টোরেজ ডিভাইসে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং। মাইক্রো এসডি কার্ড থেকে শুরু করে এসএসডি ডিভাইস পর্যন্ত সব ধরনের স্টোরেজ ডিভাইসে ছাড় মিলবে।

কেস ও কভারে ৪৫ শতাংশ ছাড়
স্মার্টফোন ছাড়াও এই সেলে বিভিন্ন কেস ও কভারে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। স্যামসাং ওয়েবসাইট থেকে এই প্রোডাক্ট কেনা যাবে।

হোম অ্যাপলায়েন্সে ৪৩ শতাংশ ছাড়
হোম অ্যাপলায়েন্সে ৪৩ শতাংশ ছাড় দিচ্ছে স্যামসাং। ৪২,৮৯০ টাকায় পাওয়া যাবে ৪১৫ লিটার ডবল ডোর কনভার্টিবেন রেফ্রিজারেটর।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190