নতুন হেডফোন কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি

|

আজ আর আমরা শুধুমাত্র গান শোনার জন্যই হেডফোন ব্যাবহার করি না। ট্রেনে বাসে পারিপার্শিক পরিস্থিতি থেকে দূরে সরে যেতে আমাদের সবথেকে পছন্দের উপয় হেডফোন। আমরা প্রত্যেকেই আলাদা ধরনের আওয়াজ পছন্দ করি। তাই একই হেডফোন দুটি আলাদা মানুষের পছন্দ নাও হতে পারে।

নতুন হেডফোন কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি

আর বাজারে হাজার হেডফোনের মধ্যে না শুনে কোন হেডফোনটি আপনার ভালো লাগবে তা বোঝা মুশকিল। আসুন দেখে নেওয়া যাক নতুন হেডফোন কেনার সময় কোন বিষয়গুলি মাথায় রাখা উচিৎ।

কি ধরনের হেডফোন আপনার প্রয়োজন

প্রধান্ত দুই ধরনের হেডফোন পাওয়া যায় বাজারে। ফুল সাইজ হেডফোন ও ইয়ার ফিটিং হেডফোন। প্রথমে আপনার নিজেকে প্রশ্ন করা প্রয়োজন কেন একটি হেডফোন প্রয়োজন আপনার? গান সোনা যদি আপনার হেডফোন কেনার মুখ্য উদ্দেশ্য হয় তবে আপনি কিনতে পারেন এই ফুল সাইজ বা ইন ইয়ার হেডফোন। ইন ইয়ার হেডফোনে বাইরের আওয়াজ কানে কম আসে। তাই নয়েজ ক্যান্সেলেশান যদি আপনার মুখ্য উদ্দেশ্য হয় তবে আপনি দেখে নিতে পারেন ইন ইয়ার হেডফোম।

ফ্রিকোয়েন্সি রেঞ্জ

মানুষ ২০ হার্জ থেকে ২০০০ হার্জ পর্যন্ত তরংদৈর্ঘ্যের আওয়াজ শুনতে পারে। আপনি যদি হেডফোনে বেশি বেস চান তবে এমন হেডফোন খুঁজুন যার ফ্রিকোয়েন্সি রেঞ্জের নিচের লিমিট কম। আর ২০০০০ হার্জের বেশি ফ্রিকোয়েন্সির হেডফোন কেনার কোন কারন নেই। কারন মানুষ সেই তরংদৈর্ঘ্যের আওয়াজ শুনতে পায় না।

ইম্পিডেন্স

যে কোন হেডফোন যে প্লেয়ার থেকে চলছে সেই প্লেয়ার থেকেই ইলেক্ট্রিক কারেন্টের মাধ্যমে চলে। হেডফোনের পাওয়ার সোর্স অবশ্যই প্লেয়ার। ইম্পিডেন্স হচ্ছে এই ইলেক্টিক কারেন্টের রেসিস্ট্যান্টের পরিমাপ। অর্থাৎ ইম্পিডেন্স ভ্যালু কম হলে বেশি জোরে আওয়াজ শোনা যাবে সেই হেডফোনে। যদিও মাথায় রাখা প্রয়োজন হাই ইম্পিডেন্স হেডফোনের নিজস্ব সুবিধা রয়েছে। এই হেডফোনে জোরে আওয়াজ দিলেও আওয়াজ ফেটে যাওয়ার সুযোগ কম। প্রফেশানাল অডিও মিক্সিং এর জন্য হাই ইম্পিডেন্স হেডফোন বেশি ভালো।

ম্যাগনেট টাইপ

ফেরিট ও নিওডিমিয়াম প্রধাণত এই দুই ধরনের ম্যাগনেট ব্যাবহার হয় হেডফোনে। যদি পকেট সায় দেয় চেষ্টা করুন নিওডিমিয়াম ম্যাগনেটের হেডফোন কিনতে। একই চুম্বকত্ব থাকলেও নিওডিনিয়াম ম্যাগলেটের ওজন ফেরিটের থেকে অনেকটাই কম হয়। এর ফলে অনেকটাই কমে যাবে আপনার হেডফোনের ওজন।

যে কোন হেডফোন কেনার সময় বাক্সের গায়ে অথবা অনলাইনে স্পেসিফিকেশানে এই তথ্য পেয়ে যাবেন। আর পরের বার হেডফোন কেনার সময় খেয়াল রাখতে হবে এই তথ্যগুলি।

কিভাবে বদল করবেন গুগুল অ্যাসিস্ট্যান্টের গলার আওয়াজ?কিভাবে বদল করবেন গুগুল অ্যাসিস্ট্যান্টের গলার আওয়াজ?

Best Mobiles in India

Read more about:
English summary
In this post, we will guide you about how you should choose a headphone. When buying a headphone, you should consider many things. We will discuss all the factors here.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X