মশা মারার যন্ত্র ও স্কুটার লঞ্চ করল শাওমি

By GizBot Bureau
|

স্মার্টফোনের জগত থেকে বেরিয়ে এবার কিছু হাটকে প্রোডাক্ট লঞ্চ করলো শাওমি। একটি পোর্টেবেল স্কুটার ও একটি মশা মারার যন্ত্র লঞ্চ করল এই কোম্পানিটি। শিশুরা ব্যাবহার করতে পারবে কোম্পানির এই পোর্টেবেল স্কুটারটি। প্রসঙ্গত ২০১৬ সালে প্রথম স্কুটার ও মশা মারার যন্ত্র লঞ্চ করেছিল শাওমি। এবার সেই ডিভাইসের পরবর্তী জেনারেশান লঞ্চ করল চিনের কোম্পানিটি। আগামি ৮ জুন থেকে চিনে এই ডিভাইসগুলি কিনতে পাওয়া যাবে।

 
মশা মারার যন্ত্র ও স্কুটার লঞ্চ করল শাওমি

মি হোম মসকুইটো রিপিল্যান্ট আপনার বাড়িতে মশা মারতে সাহায্য করবে। পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করে এই ডিভাই চালানো যাবে বলে জানানো হয়েছে। নতুন এই ডিভাইকটি যথেষ্ট টেকসই বলে দাবি করেছে শাওমি। ২৮ কিউবিক মিটারের ঘরে সবথেকে ভালো কাজ করবে এই মশা মারা যন্ত্র। একবার রিফিল করলে ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত চলবে এই যন্ত্রটি। এছাড়াও চালানোর ১০ ঘন্টা পরে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে ডিভাইসটি। মশা মারার এই ডিভাইশের ওজন ১৩৩ গ্রাম।

 

শাওমি স্কুটারে রয়েছে ডবল স্প্রিং গ্র্যাভিটি স্টিয়ারিং সিস্টেম। শিশুর শরীরের নড়াচড়ার সাথে মানিয়ে নিতে পারে এই টেকনলজি। শাওমি স্কুটারের সামনের চাকাটি ৩২মিমি ও পিছনের চাকা ৫২ মিমি চওড়া। ৩ থেকে ৪ বছর বয়সী শিশূরা ব্যাবহার করতে পারবে এই স্কুটারটি। তিনটি আলাদা উচ্চতায় সেট করা যাবে নতুন এই স্কুটার।

ওয়ান প্লাস সিক্সে নচ ডিস্যাবল করবেন কীভাবেওয়ান প্লাস সিক্সে নচ ডিস্যাবল করবেন কীভাবে

চিনের এক মাইক্রো ব্লগিং সাইটে এই দুটি প্রোডাক্ট লঞ্চের খব প্রকাশ করেছে শাওমি। মি হোদ মসকুইটো রিপেল্যান্টের দাম ৫৯ ইউয়ান (প্রায় ৬০০ টাকা)। আর শিশুদের এই স্ক্রুটারটি চিনে ২৪৯ ইউয়ানে (প্রায় ২,৬০০ টাকায়) কেনা যাবে। আগামি ৮ জুন থেকে চিনে একাধিক রিটেল স্টোর ও অনলাইন সাইটে কিনতে পাওয়া যাবে শাওমির লেটেস্ট এই দুটি প্রোডাক্ট।

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Launched Mi Mini Scooter, Mi Home Mosquito Repellent in China.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X