ফেসবুকে হাই কোয়ালিটি ফটো আপলোড করার ৫ টি সহজ ট্রিক্স

By ANINDITA SINHA
|

আপনার ফটোগুলো কি হাইয়েস্ট কোয়ালিটিতে সম্ভব? যদি না, তবে আপনি এক্ষুনি এই সহজ ৫টি ট্রিক্স এর মাধ্যমে ফেসবুকে হাই-রেজোলিউশন পিকচার আপলোড করতে পারবেন।

 
ফেসবুকে হাই কোয়ালিটি ফটো আপলোড করার ৫ টি সহজ ট্রিক্স

যখন আপনার ফোটোগুলো চমৎকার দেখায়, তখন আপনি সেগুলো মূলত ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বকে দেখানোর জন্য অপেক্ষা করতে পারেন না। কিন্তু সেগুলো কি হাইয়েস্ট কোয়ালিটিতে সম্ভব?

আমরা সকলেই এর মধ্যে দিয়ে গেছি। প্রস্তুতি, শুটিং, এডিটিং এবং ফটো তোলার সঙ্গে আর যা যা জড়িত, তা সব করার পর আমরা ফেসবুকে ফটো পোস্ট করি, কিন্তু প্রায়ই আপলোড করার পর আমরা যখন টাইমলাইন স্ক্রল করতে থাকি, তখন আমরা কমপ্রেস্‌ড আর তাঁর থেকেও খারাপ কিছু পিক্সেলেটেড ফটো পাই।

ফেসবুক প্ল্যাটফর্মে, ফটো আপলোড করার সময় অটোমেটক্যালি ছবির কোয়ালিটি কমপ্রেস করে নেয়, ফলে ফটোগুলিকেও অন্যরকম দেখায়।

আরও যা হয়, তা হল কমপ্রেস্‌ড ফটোগুলো খুবই নিম্ন মানের হয়ে যায় এবং এমন কি এমন জায়গায় চলে যায় যেখানে ফটোগুলোকে ভয়ংকর রকম খারাপ লাগে।

তাহলে, ফেসবুকের এই নির্দয়ের মতো কমপ্রেশনের হাত থেকে কিভাবে আপনি আপনার ছবিগুলোকে বাঁচাবেন? এর পরেরবার এই ওয়েবসাইটে ফটো আপলোড করতে গেলে আপনি এই সহজ টু-ডু টিপ্‌সগুলি অনুসরণ করতে পারেন।

আপনার ছবিগুলোকে রিসাইজ করুন

আপনার ছবিগুলোকে রিসাইজ করুন

ফেসবুক বলে যে সে, সাধারণ ফটোর জন্য ৭২০px, ৯২০px, ২০৪৮px এবং কভার ফটোর জন্য ৮৫১px by ৩১৫px সাইজ সমর্থন করে। এই সাউজগুলিকে মনে রেখে, আপনি ফটো আপলোড করার আগে কোন অ্যাপ বা প্রোগ্রামের সাহায্যে আপনি ইমেজগুলিকে এডিট করে নিতে পারেন। এটি করায় আপনি ফটোর গুণগত মান নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

১০০ KB-এর নিচে কভার ফটো

১০০ KB-এর নিচে কভার ফটো

কভার ফটো আপলোড করার সময়, কম্প্রেশন এড়াতে খেয়াল রাখতে হবে ফাইল সাইজ যেন ১০০ KB এর কম হয়।

sRGB কালার প্রোফাইলে কনভার্ট করুন
 

sRGB কালার প্রোফাইলে কনভার্ট করুন

কোন এডিটিং প্রোগ্রাম বা অ্যাপ থেকে ইমেজ এক্সপোর্ট করার সময় ইমেজটিকে JPEG ফরম্যাট ও sRGB কালার প্রোফাইলে সেভ করুন।

হাই কোয়ালিটি চেকবক্সে টিক দিন

হাই কোয়ালিটি চেকবক্সে টিক দিন

অ্যালবামে ফটো আপলোড করার সময়, ফটোর কোয়ালিটি ভাল রাখতে, খেয়াল রাখবেন যেন হাই কোয়ালিটি চেকবক্সে টিক করা হয়। বক্সটি, আপলোডিং উইন্ডোএর বাঁদিকে রয়েছে।

আই-ফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপ সেটিং বদলান

আই-ফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপ সেটিং বদলান

আই-ফোন এবং অ্যান্ডয়েড অ্যাপের ক্ষেত্রে, আপনি অ্যাকাউন্ট সেটিং থেকে, HD ফটো আপলোড করার অপশন বেছে নিতে পারেন।

আই-ফোন ইউজাররা যেতে পারেন, ফেসবুক অ্যাকাউন্ট সেটিং> ভিডিওস অ্যান্ড ফটোস> আপলোড HD। এটি আপনার আই-ফোন থেকে বাই-ডিফল্ট আপনার ফটো HD-এ আপলোড করে দেবে।

একইভাবে অ্যান্ড্রয়েড ইউজাররা যেতে পারেন, অ্যাপ সেটিং> অ্যাকাউন্ট সেটিং> ফটোস> আপলোড HD।

Best Mobiles in India

English summary
Try out these easy and simple tricks to avoid compression of photos by Facebook to get better quality images.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X