জিওফোন নেক্সট কেনার সঠিক পদ্ধতি কী? জানুন

By Gizbot Bureau
|

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসেছে জিওফোন নেক্সট। গুগলের সঙ্গে হাত মিলিয়ে এই ফোন তৈরি করেছে রিলায়েন্স জিও। কোম্পানির দাবি এটাই দেশের সবথেকে সস্তা স্মার্টফোন। ৪ নভেম্বর থেকে জিওমার্ট ডিজিটাল স্টোরে এই স্মার্টফোন বিক্রি শুরু হয়ে গিয়েছে। ৬,৪৯৯ টাকা দিয়ে এই ফোন কেনা যাবে। অথবা ১,৯৯৯ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমেও কেনা যাবে এই স্মার্টফোন। সেই ক্ষেত্রে দিতে হবে ৫০১ টাকা প্রসেসিং ফি। একই সঙ্গে ১৮ মাস অথবা ২৪ মাসের ইএমআই অপশন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। বিভিন্ন ইএমআই প্ল্যানের সঙ্গেই মিলবে আলাদা আলাদা মাসিক প্ল্যান ব্যবহারের সুবিধা। তবে ইএমআই এর মাধ্যমে এই ফোন কিনলে জিও ছাড়া অন্য ফোন নেটওয়ার্কের সিম কার্ডের মাধ্যমে করে এই ফোন ব্যবহার করা যাবে না।

 
জিওফোন নেক্সট কেনার সঠিক পদ্ধতি কী? জানুন

জিওফোন নেক্সট-এ থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনে রয়েছে কোয়ালকম ২১৫ চিপসেট, ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ। এই ফোনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ২জি ফিচারফোন গ্রাহকদের হাতে কম দামে ৪জি স্মার্টফোন তুলে দেওয়ার উদ্দেশ্যে এই ফোন বাজারে এনেছে মুকেশ আম্বানির কোম্পানি। আপনিও জিওফোন নেক্সট কেনার পরিকল্পনা করে থাকলে উপায় জেনে নিন:

স্টেপ ১। www.jio.com ওয়েবসাইট ওপেন করুন।

 

স্টেপ ২। উপরে জিওফোন নেক্সট ব্যানারে ক্লিক করুন।

স্টেপ ৩। নিচে আপনার আগ্রহ জানাতে ক্লিক করুন।

স্টেপ ৪। এবার আপনার নাম, মোবাইল নম্বর দিয়ে দিন।

স্টেপ ৫। এবার ওটিপি এর মাধ্যমে আপনার মোবাইল নম্বর যাচাই করুন।

স্টেপ ৬। এবার আপনার ঠিকানা, পিন সহ একাধিক ব্যক্তিগত তথ্য দিন।

স্টেপ ৭। এবার সাবমিট বাটনে ক্লিক করে জিওফোন নেক্সটের প্রতি আপনার আগ্রহের কথা কোম্পানিকে জানিয়ে দিন।

Best Mobiles in India

Read more about:
English summary
Buy JioPhone Next: How To Check If JioPhone Next Is Available Near You?

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X