টিকটকের বিকল্প: স্মার্টফোনে চিঙ্গারি অ্যাপ সেটআপ করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

সম্প্রতি ভারতে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। এর মধ্যেই অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক। ভারতে প্রায় ২০ কোটি গ্রাহক এই অ্যাপ ব্যবহার করতেন। টিকটক নিষিদ্ধ হওয়ার পরেই সেই অ্যাপের বিকল্প খুঁজতে শুরু করেছেন এই বিপুল সংখ্যক মানুষ। সম্প্রতি টিকটকের বিকল্প হিসাবে সামনে এসেছে চিঙ্গারি অ্যাপ। টিকটকের মতোই কাজ করবে এই অ্যাপ।

টিকটকের বিকল্প: স্মার্টফোনে চিঙ্গারি অ্যাপ সেটআপ করবেন কীভাবে?

ছোট ভিডিও তৈরি করে এই প্ল্যাটফর্মে আপলোড করা যাবে। এছাড়াও চিঙ্গারি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ভিডিও স্ট্যাটাস, জিআইএফ, ও লিপ সিং ভিডিও তৈরি করা যাবে। বাংলা, হিন্দি, ইংরাজি, মারাঠি, তেলেগু সহ বিভিন্ন ভাষায় এই অ্যাপ ব্যবহার করা যাবে।

নিজের ফোনে চিঙ্গারি ডাউনলোড করবেন কীভাবে?

অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা চিঙ্গারি ডাউনলোড করতে পারবেন। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে এই অ্যাপ সার্চ করলেই খুঁজে পাবেন। এর পর ইন্সটল বাটনে ট্যাপ করে চিঙ্গারি ইন্সটল করা যাবে।

চিঙ্গারি সেটআপ করবেন কীভাবে?

১। অ্যাপ ইন্সটল করার পরে ওপেন করুন।

২। এবার অ্যাপ ব্যবহারের শর্তাবলী মেনে নিন। এই জন্য 'অ্যাকসেপ্ট’ বাটন সিলেক্ট করুন।

৩। যে ভাষায় এই অ্যাপ ব্যবহার করতে চান সিলেক্ট করুন। হিন্দি, বাংলা, তামিল, গুজরাটি, কন্নড়, মারাঠি, তেলেগু, উড়িয়া, ইংরাজি, মালয়লম, ও পাঞ্জাবী ভাষায় চিঙ্গারি ব্যবহার করা যাবে।

৪। বা দিকে সাইডবারে ক্লিক করে অ্যাপের হোম স্ক্রিন থেকে ওয়েব লগ ইন অপশন সিলেক্ট করুন।

৫। এবার পপ-আপ উইন্ডোতে 'কন্টিনিউ’ বাটনে ক্লিক করুন।

৬। এবার সাইন ইন উইথ গুগল বাটনে ক্লিক করুন। এর পরে যে গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে চান সিলেক্ট করুন।

অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে হোম স্ক্রিনে গিয়ে ভিডিও আইকন থেকে নতুন ভিডিও পোস্ট করতে পারবেন।

Best Mobiles in India

Read more about:
English summary
Chinagri App Indian Alternative To TikTok: How To Download, Use App.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X