পেটিএম অ্যাকাউন্ট থেকে আধার সংযোগ বিছিন্ন করবেন কীভাবে?

|

সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে আধার বাধ্যতামূলক নয়। অর্থাৎ এবার থেকে নাগরিককে ব্যাঙ্ক, ফোন ডিজিটাল ওয়ালেটে আধার লিঙ্ক না করলেও চলবে। এবার থেকে আধার ছাড়াই নতুন ব্যাঙ্ক অয়াকাউন্ট খোলা যাবে বা নতুন সিম কার্ড নেওয়া যাবে। অনেকেই নিজেদের আধার ইতিমধ্যেই পেটিএম অ্যাকাউন্টে লিঙ্ক করেছেন। পেটিএম অ্যাকাউন্ট থেকে আধার লিঙ্ক সরিয়ে নিতে নিচের পদ্ধতি অনুসরন করুন।

পেটিএম অ্যাকাউন্ট থেকে আধার সংযোগ বিছিন্ন করবেন কীভাবে?

স্টেপ ১। শুরুতেই পেটিএম কাস্টোমার কেয়ারে কল করুন। পেটিএম কাস্টোমার কেয়ার নম্বর ০১২০৪৪৫৬৪৫৬

স্টেপ ২। এরপরে আইভিয়ার এ ভাষা সিলেক্টের জন্য ১ প্রেস করুন।

স্টেপ ৩। এরপরে KYC তে বদল আনার জন্য ২ সিলেক্ট করুন।

স্টেপ ৪। আবার ১ সিলেক্ট করে যে নম্বর থেকে ফোন করছেন সেই নম্বরের KYC বদল করা শুরু করুন।

স্টেপ ৫। অন্য ফোন নম্বরের KYC বদল করার জন্য ২ সিলেক্ট করুন ও নম্বরটি দিন।

স্টেপ ৬। এবার ১ সিলেক্ট করে কাস্টোমার কেয়ারের সাথে যোগাযোগ করুন।

স্টেপ ৭। এবার পেটিএম অ্যাকাউন্টের পাসকোড দিন।

স্টেপ ৮। এবার ৯ প্রেস করে কাস্টোমার কেয়ার এক্সিকিউটিভের সাথে কথা বলুন।

স্টেপ ৯। এবার কাটোমার কেয়ার এক্সিকিউটিভকে নিজের পেটিএম অ্যাকাউন্টের সাথে আধার সংযোগ বিচ্ছিন্ন করার অনুরোধ জানান।

স্টেপ ১০। কাস্টোমার কেয়ার এক্সিকিউটিভ আপনার জন্মদিনিমেল আইডি সহ কিছু ব্যক্তিগত প্রশ্ন করবেন। সেই প্রশ্নের সঠিক উত্তর দিন।

স্টেপ ১১। এবার আপনার কাছে একটি ইমেল আসবে। এই ইমেলে ভেরিফিকেশানের জন্য আধার কার্ডের ফটো তুলে পাঠাতে বলা হবে।

স্টেপ ১২। এই ইমেল পাঠালে আপনার অনুরোধ গ্রাঝ্য হবে।

স্টেপ ১৩। ৭২ ঘন্টা পরে আপনার পেটিএম অ্যাকাউন্ট থেকে আধার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Delink your Aadhaar from Paytm account in 14 simple steps

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X