এবার আধার আপডেটের ইতিহাস জানা যাবে UIDAI ওয়েবসাইটে

আপাতত বিটা ভার্সানে রয়েছে আধার আপডেটে নতুন এই ফিচার। UIDAI ওয়েবসাইটে লগ ইন করে এই ফিচারের মাধ্যমে সরাসরি ঠিকানা বা অন্য যে কোন তথ্যের ডিক্লারেশান দেওয়া যাবে।

By GizBot Bureau
|

সেলফ অথেন্টিকেশান ফিচার লঞ্চ করল ইউনিক আইডেনটিফিকেশান অথোরিটি আফ ইন্ডিয়া (UIDAI)। এবার আপনি নিজের আধারের আপডেটের ইতিহাস ডাউনলোড করতে পারবেন। পাসপোর্ট বা ভিসা এর অন্য আবেদন জানানোর সময় কাজে আসবে এই ফিচার। এই ফিচার ব্যাবহার করে আপনি প্রমান করতে পরবেন একই ঠিকানাতে কত বছর ধরে আপনি বসবাস করেন।

 
এবার আধার আপডেটের ইতিহাস জানা যাবে UIDAI ওয়েবসাইটে

UIDAI এর সিইও অজয় ভুষণ পান্ডে বলেন, আপাতত বিটা ভার্সানে রয়েছে আধার আপডেটে নতুন এই ফিচার। UIDAI ওয়েবসাইটে লগ ইন করে এই ফিচারের মাধ্যমে সরাসরি ঠিকানা বা অন্য যে কোন তথ্যের ডিক্লারেশান দেওয়া যাবে।

 

তিনি আরও বলেন নতুন এই ফিচার সাধারণ মানুষকে আরও ক্ষমতা দিল। এর মাধ্যমে নতুন চাররি বা স্কুলে ভর্তি হওয়ার সময় বিভিন্ন তথ্য প্রমান করা সহজ হয়ে যাবে। কারন বেশিরভাগ ক্ষেত্রেই শেষ দুই, তিন বছরের ঠিকানার প্রমান পত্র চাওয়া হয়।

দিন হিসাবে আপনার আধার আপডেটে ইতিহাস জানা যাবে নতুন এই ফিচারে। এছাড়াও যবে থেকে আধার শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত যত আপডেট হয়েছে সব দেখা যাবে এই ফিচার ব্যাবহার করে। UIDAI এর এক মূত্র মারফত এই তথ্য জানা গিয়েছে।

কিভাবে ডাউনলোড করবেন আধার আপডেট ইতিহাস

এই তথ্য ডাউনলোডের জন্য আপনাকে শুরুতে লগ ইন করতে হবে www.uidai.gov.in ওয়েবসাইটে। এখানে আধার আপডেট হিস্ট্রিতে ক্লিক করুন। এবার আপনাকে নিজের আধার নম্বর বা ভার্চুয়াল আইডি (VID) আর সিকিউরিটি ক্যাপচা দিতে হবে। এর পরে আপনার ফোনে একটি OTP চলে আসবে। এই OTP ওয়েবসাইটে দিলেই আপনি আজ পর্যন্ত সব আপডেটের ইতিহাস দেখতে পারবেন। প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারেন এই ডকুমেন্ট।

স্মার্টফোনে সুরক্ষিতভাবে ব্রাউজ করার কিছু টোটকাস্মার্টফোনে সুরক্ষিতভাবে ব্রাউজ করার কিছু টোটকা

Best Mobiles in India

Read more about:
English summary
UIDAI (Unique Identification Authority of India) has come up with an option to download your own Aadhaar update history. This feature will be very helpful for those who apply for services such as passport and visa as it confirms their residency status for a few years.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X