Just In
কম্পিউটার ও মোবাইল থেকে যে কোন ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন কীভাবে?
ফেসবুক অ্যাপ ব্যবহার করে যে কোন ভিডিও শেয়ার করা সম্ভব। তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যে কোন ভিডিও দেখার জন্য প্রয়োজন একটি ইন্টারনেট কানেকশন। অফলাইনে সেই ভিডিও দেখার কোন উপায় এখনও ফেসবুক অ্যাপের মধ্যে নেই। তাই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য অন্য উপায় অবলম্বন করতে হয়। যদিও ভয় পাওয়ার কোন কারণ নেই, খুব সহজেই অ্যানড্রয়েড, আইওএস ও উইন্ডোস ডিভাইসে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা সম্ভব।

কম্পিউটার ও মোবাইল থেকে ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। যদিও এই ধরনের ওয়েবসাইটে ম্যালওয়্যার থাকার সম্ভাবনা থাকে। সেই কারণেই ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য যে কোন ওয়েবসাইট ভিজিট করার আগে সতর্কতা অবলম্বন করা উচিত। যদিও সুরক্ষিত ভাবে এই কাজ করার উপায় রয়েছে। আর এই কাজে কোন পৃথক অ্যাপ প্রয়োজন হবে না। দেখে নিন উপায়।
কম্পিউটারে ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়
স্টেপ ১। যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিও ক্রোম অথবা অন্য যে কোন ব্রাউজার ব্যবহার করে ওপেন করুন।
স্টেপ ২। ভিডিও প্লে করুন। ভিডিও চলতে শুরু করলে ডান দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
স্টেপ ৩। ড্রপ ডাউন মেনু থেকে 'কপি লিঙ্ক’ অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৪। ব্রাউজারে নতুন ট্যাব ওপেন করে এই লিঙ্ক পেস্ট করুন।
স্টেপ ৫। এই লিঙ্ক ওপেন হলে লিঙ্কের শুরুতে https://www. এর পরিবর্তে https://mbasic. টাইপ করুন।
স্টেপ ৬। এবার ভিডিওর উপরে রাইট ক্লিক করে 'ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব’ সিলেক্ট করুন।
স্টেপ ৭। নতুন ট্যাবে ভিডিও ওপেন হলে ভিডিওর উপরে রাইট ক্লিক করে 'সেভ ভিডিও অ্যাস’ সিলেক্ট করুন।
স্মার্টফোনে ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়
মোবাইল থেকে সম্পূর্ণ অন্য উপায়ে ফেসবুক ভিডিও ডাউনলোড করা যাবে। এই জন্য fbdown.net ওয়েবসাইট ভিসিট করতে পারেন।
স্টেপ ১। মোবাইলের ফেসবুক অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। যে ভিডিও ডাউনলোড করতে চান সেটা ওপেন করুন।
স্টেপ ৩। স্ক্রোল ডাউন করে কপি লিঙ্ক অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৪। এবার ব্রাউজারে fbdown.net ওয়েবসাইট ওপেন করে কপি করা লিঙ্ক পেস্ট করে দিন।
স্টেপ ৫। এবার ডাউনলোড বাটন ট্যাপ করুন। এখানে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করার অপশন পাবেন।
স্টেপ ৬। এর পরে একটি নতুন পেজে ভিডিও ওপেন হবে। সেখানে ভিডিওর উপরে ট্যাপ করে হোল্ড করুন। এর পরে "ডাউনলোড ভিডিও” সিলেক্ট করুন।
স্টেপ ৭। মোবাইলে ভিডিও ডাউনলোড হলে তা ইন্টারনেট কানেকশন ছাড়াই দেখতে পাবেন।
যদিও কোন ভিডিও প্রাইভেট করা থাকলে তা fbdown.net ব্যবহার করে ডাউনলোড করা যাবে না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470