দোকান থেকে কেনা মদ আসল না নকল বুঝবেন কীভাবে?

By Gizbot Bureau
|

গোটা দেশে আমদানি করা বিদেশী মদের চাহিদা ক্রমশ বাড়ছে। এর ফলে বিরাট এক চক্র নকল মদ বিক্রি করে মুনাফা লোটার চেষ্টা করছে। কয়েক হাজার টাকা খরচ করে দামী মদ কিনে খেয়ে বুঝলেন তা নকল। এর থেকে বাজে অনুভব খুব কম হয়। অনেক সময় বোঝা দাম হয় মদ আসল না নকল। তবে হাজার হাজার টাকা খরচ করুন বা কয়েকশো, নতুন মদের বোতল কিনেই তা আসল না নকল দেখে নিতে পারবেন অনলাইনে।

দোকান থেকে কেনা মদ আসল না নকল বুঝবেন কীভাবে?

মদ আসল কী না জানার জন্য একটি ওয়েবসাইট নিয়ে এসেছে সরকার। দিল্লি সরকারের এক্সসাইস বিভাগের ওয়েবসাইটে গত এক মাসে কেনা মদ আসন না নকল তা যাচাই করে নেওয়া যাবে। বোতলের ছিপিতে থাকা বারকোড অথবা নম্বর থেকে যাচাই করে নেওয়া যাবে মদের সত্যতা।

অ্যানড্রয়েড ফোনে মদের সত্যতা যাচাই করার জন্য রয়েছে 'mLiquorSaleCheck’ অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করলে লম্বা সিরিয়াল নম্বর টাইপ না করে বার কোড স্যান করে মদ আসল না নকল তৎক্ষণাৎ জেনে নিতে পারবেন।

তবে শুধুমাত্র দিল্লিতে এই অ্যাপ ও ওয়েবসাইট কাজ করবে। দিল্লিতে বিক্রি হওয়া সব মদের বোতলের উপরে একটি সিল থাকে। সেখানে থাকে বার কোড ও একটি সিরিয়াল নম্বর। একমাত্র রি স্টিকার ব্যবহার করেই মদের সত্যতা যাচাই করা যায়।

ওয়েবসাইট থেকে মদ আসল না নকল জানতে https://delhiexcise.gov.in/Portal/liquorsalecheck ওয়েবসাইটে লগ ইন করুন। এর পর স্টিকারে থাকা সিরিয়াল নম্বর ওয়েবসাইটে দিয়ে সাবমিট করুন। ২৮ বা তার কম সংখ্যায় এই সিরিয়াল নম্বর হয়। সিরিয়াল নম্বরের মধ্যেই থাকতে পারে ব্র্যাকেট। সাবমিট করার পরে ওয়েবসাইট সেই মদ আসল না নকল তা জানিয়ে দেবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Fake alcohol: How to check online the liquor you bought is authentic and know the actual price

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X