Just In
- 12 hrs ago
বিএসএনএল প্রজাতন্ত্র দিবস অফার ২০২১: বাড়ল একাধিক প্ল্যানের ভ্যালিডিটি, সামনে এল নতুন প্ল্যান
- 4 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 5 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 6 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
Don't Miss
আপনাকে সব সময় ট্র্যাক করছে গুগল ম্যাপস, এই ডেটা ডিলিট করবেন কীভাবে?
আপনি কবে কোথায় গিয়েছে, কখন গিয়েছেন, কোন পথে গিয়েছেন এই সব তথ্য ট্র্যাক করে গুগল ম্যাপস। হাঁটা, দৌড়ানো, গাড়ি চালানো এমনকি বিমান যাত্রার সময়েও গুগল ম্যাপস আপনাকে ট্র্যাক করে। দিনের যে কোন মুহূর্তে আপনি কোথায় ছিলেন তা সহজেই গুগল ম্যাপস থেকে দেখে নেওয়া সম্ভব। তবে চাইলে এই তথ্য নিজে থেকেই ডিলিট করা যায়। দেখে নিন কীভাবে?
চাইলে গত তিন মাস অথবা ১৮ মাসের লোকেশন ডেটা ডিলিট করা সম্ভব। নির্দিষ্ট সময়ে নিজে থেকেই এই ডেটা ডিলিট হয়ে যাবে। এর ফলে এক বছর আগে আপনি কোথায় ছিলেন সেই তথ্য গুগলের সার্ভারে সেভ হয়ে থাকবে না।
অ্যানড্রয়েড, আইওএস ডিভাইস থেকে অটোমেটিক লোকেশন হিস্ট্রি ডিলিট করার অপশন সিলেক্ট করা যাবে। দেখে নিন কীভাবে?
স্টেপ ১। আইফোন অথবা অ্যানড্রয়েড ফোন থেকে গুগল ম্যাপস ওপেন করুন।
স্টেপ ২। বাঁ দিকে উপরে তিনটি দাগের মেনু সিলেক্ট করুন।
স্টেপ ৩। 'ইওর টাইমলাইন’ সিলেক্ট করুন।
স্টেপ ৪। ডান দিকে উপরে তিন ডট মেনু সিলেক্ট করুন।
স্টেপ ৫। 'সেটিংস ও প্রাইভেসি’ সিলেক্ট করুন।
স্টেপ ৬। 'অটোমেটিকালি ডিলিট লোকেশন হিস্ট্রি’ সিলেক্ট করুন।
স্টেপ ৭। এখানে ১৮ মাস অথবা ৩ মাস সিলেক্ট করুন। ১৮ মাস সিলেক্ট করলে ১৮ মাস পরে এই ডেটা নিজে থেকে ডিলিট হবে। ৩ মাস সিলেক্ট করলে তিন মাস এই ডেটা সেভ থাকবে।
একই জায়গা থেকে চাইলে লোকেশন হিস্ট্রি পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব। সেই ক্ষেত্রে গুগল আপনার লোকেশন হিস্ট্রি ট্র্যাক করবে না। তবে তিন মাস পর পর অটোমেটিক লোকেশন হিস্ট্রি ডিলিট করলে প্রত্যেক তিন মাস পরে গুগল নিজে থেকেই সব লোকেশন ডেটা ডিলিট করে দেবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190