কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার ফেসবুক, টুইটারের চ্যাট?

নিজের আপনজনের সাথে হওয়া আন্তরিক কথা জনসমক্ষ্যে ফাঁস হয়ে যাক তা চান না কেউই। আসুন দেখে নেওওা যাক হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলি কতটা সুরক্ষিত?

|

সম্প্রতি পরপর অনেকগুলি সাইবার অ্যাটাক হওয়ার ফলে মানুষের কাছে সাইবার সিকিউরিটির গুরুত্ব বেড়েছে। বিশেষত মেসেজিং অ্যাপ, যেখানে মানুষ নিজের মনের কথা খুলে বলে। নিজের আপনজনের সাথে হওয়া আন্তরিক কথা জনসমক্ষ্যে ফাঁস হয়ে যাক তা চান না কেউই। আসুন দেখে নেওওা যাক হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারের মতো জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলি কতটা সুরক্ষিত?

কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার ফেসবুক, টুইটারের চ্যাট?

আপনার মনের কথা সুরক্ষিত রাখতে জনপ্রিয় এই দুই মেসেজিং অ্যাপেই আছে এন্ড-টু-এন্ড এনক্রিপশান ফিচার। তবে অনেক এমন অ্যাপ আছে যাতে নেই এই সুরক্ষা কবচ। তাই ডাউনলোড করে নিন সোশান মিডিয়া ইনট্রিগেশান অ্যাপ Keybase, যার মাধ্যমে সুরক্ষিত রাখতে পারবেন আপনার চ্যাট।

স্টেপ ১। আপনার কম্পিউটারে Keybase অ্যাপটি ডাউনলোড করুন। (https://keybase.io/download)।

স্টেপ ২। এবার সেট-আপ ওপেন করে সফটওয়ারটি ইনস্টল করুন।

স্টেপ ৩। এবার আপনার সোশাল মিডিয়া অ্যাকাউন্টের সাথে এই অ্যাপকে যুক্ত করতে আপনার সোসাল মিডিয়া অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। আপনি যখন ভেরিফাই করবেন আপনার অয়াকাউন্ট ওয়ালে কিছু একটা পোস্ট করবে।

স্টেপ ৪। এবার আপনাকে প্রতিটি প্রোফাইল হয়ে যেতে হবে। আপনাকে আপনার সোশাল মিডিয়া ইউজারনেম দিতে হবে ভেরিফাই শুরু করার জন্য।

স্টেপ ৫। এছাড়াও আপনি ক্রোম বা মোজিলা ব্রাউজারে এক্সটেনশান ডাউনলোড করতে পারবেন। আপনার চ্যাট এনক্রিপ্ট করতে আপনাকে কিবেস চ্যাট বাটনে ক্লিক করতে হবে। এর জন্য ভেরিফাই করতে হবে আপনার কি বেস অ্যাকাউন্ট।

প্রসঙ্গত iOS ও Android ব্যাবহারকারীরাও ব্যাবহার করতে পারেন এই অ্যাপ।

বাজারে আসতে চলা ভাল ক্যামেরা ওয়ালা কিছু সেরা স্মার্ট ফোনবাজারে আসতে চলা ভাল ক্যামেরা ওয়ালা কিছু সেরা স্মার্ট ফোন

Best Mobiles in India

English summary
Due to cybercriminal activities, people are more concerned about security these days, when it comes to their messaging apps. Check out the following steps to secure your chat

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X