Just In
Don't Miss
জিওফোন কীভাবে বিপদ ডেকে আনছে এয়ারটেলের?
VoLTE ছাড়া এয়ারটেলের প্ল্যানের দাম কমানোর সিদ্ধান্ত কোম্পানির ক্ষতি করছে। এই ফিচার থাকার কারনের বাজারে আনেকটা এগিয়া থাকছে জিওফোন।
এক সমীক্ষায় জানানো হয়েছে জিওফোনকে ঘায়েল করতে এয়ারটেলের পরিকল্পনা কোম্পানিকে কোনভাবে সাহায্য করছে না। সম্প্রতি জিওফোনের কাছে কয়েক লক্ষ্য গ্রাহক হারিয়েছে এয়ারটেল। বিশেষজ্ঞরা জানিয়েছেন জিওর দাম ও 4G VoLTE নেটওয়ার্ক কোনটার সাথেই পেরে উঠছে না এয়ারটেল। তাই জিওর মতো 4G নেটওয়ার্ক তৈরীর আগেই কম দামে হ্যান্ডসেট বিক্রি করলে আরও খাদের দিকে চলে যাবে এয়ারটেলের জিওফোন ঘায়েল করার স্বপ্ন।
সম্প্রতি জিওফোনের মনসুন হাঙ্গামা অফার শুরু হয়েছিল এই অফারে মাত্র ১০০০ টাকায় জিওফোন কেনা যাচ্ছে। এই ১০০০ টাকার মধ্যেই রয়েছে ছয় মাসের রিচার্জ। এই রিচার্জে দিনে 500MB ডাটা সহ আনলিমিটেড কল আর SMS করা যাবে। আর এই প্ল্যানের কাছে ঘায়েল হয়েছে এয়ারটেল। এই অফার লঞ্চ হওয়ার পরে মোট ৬৬ লক্ষ গ্রাহক এয়ারটেল ছেড়েছেন। অন্যদিকে এই সময় জিওতে যোগ দিয়েছেন ৩.৭ কোটি গ্রাহক।
মনে করা হচ্ছে এই বছর দ্বিতীয় ত্রৈমাসিকে ১.৫ কোটি থেকে ২ কোটি জিওফোন বিক্রি হয়েছে। আর এই গতি যদি বজায় থাকে তাহলে আরও সমস্যার সম্মুখীন হবে ভারতী এয়ারটেল।
কোম্পানির সিইও গোপাল ভিত্তাল বলেন,”আমরা VoLTE ফিচারফোন সেগমেন্টে প্রতিযোগিতায় যেতে চাই না। আমাদের নিজস্ব কাস্টমার বেস রয়েছেন যাঁরা ফিচারফোন ব্যবহার করেন। এই গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারে উৎসাহিত করার কাজ করছি।”
গত সপ্তাহে ২০০০ টাকা ক্যাশব্যাক এর ঘোষনা করেছিল এয়ারটেল। যে কোন 4G স্মার্টফোন কিনলে গ্রাহকদের ২০০০ টাকা ক্যাশব্যাক দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। গত এক বছরে একাধিক কোম্পানির সাথে হাত মিলিয়ে স্মার্টফোন লঞ্চ করেছে এয়ারটেল। তবে কোন ভাবেই জিওফোনকে ঘায়েল করতে পারেনি তাঁরা।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190