জিওফোনে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন কীভাবে?

|

ভারতের ফিচার ফোন বাজারে সবথেকে জনপ্রিয় জিওফোন। এই ফোনে রয়েছে কাই ওএস অপারেটিং সিস্টেম। ফলে ফিচার ফোন হওয়া সত্ত্বেও এই ফোনে স্মার্টফোনের বিভিন্ন ফিচার ব্যবহার করা সম্ভব। রয়েছে পৃথক অ্যাপ স্টোর। জিওফোনের জন্য রয়েছে একাধিক গেম।

 
জিওফোনে ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন কীভাবে?

জিওফোনে ইউটিউব অ্যাপ ব্যবহার করে বিশ্বের জনপ্রিয়তম ভিডিও প্ল্যাটফর্ম স্ট্রিম করা যায়। ফলে গ্রাহক যখন খুশি নিজের পছন্দের ভিডিও স্ট্রিম করতে পারেন। কিন্তু ভিডিও স্ট্রিম করতে প্রয়োজন ডেটা। তাই পছন্দের ভিডিও নিজের ফোনে ডাউনলোড করে রাখলে অনেকটা কম ডেটা খরচ হবে। জিওফোনে ইউটিউব অ্যাপ ব্যবহার করেই যে কোন ভিডিও ডাউনলোড করা যাবে। পরে ইন্টারনেট ছাড়াই এই ভিডিওগুলি দেখা সম্ভব।

এই জন্য জিওফোনে কাইওএস ২.৫ অথবা বেশি ভার্সন থাকতে হবে। সঙ্গে থাকতে হবে ইউটিউব অফিশিয়াল অ্যাপ। এছাড়াও ভিডিও ডাউনলোড করার সময় সক্রিয় ইন্টারনেট কানেকশন বাধ্যতামূলক।

 

স্টেপ ১। জিওফোনে জিওস্টোর ওপেন করে লেটেস্ট ইউটিউব অ্যাপ ডাউনলোড করুন।

স্টেপ ২। ডাউনলোড করার পরে ইউটিউব অ্যাপ ওপেন করে পছন্দের ভিডিওটি ওপেন করুন।

এখানে বলে রাখা প্রয়োজন জিওফোনে টাচ স্ক্রিন নেই। তাই এই গোটা প্রক্রিয়াটি কি-প্যাডের ড-প্যাড দিয়ে করতে হবে।

স্টেপ ৩। ভিডিও ওপেন হওয়ার পরে ভিডিওর ইউআরএল ওপেন করে সামনে 'ss’ লিখে ওকে প্রেস করুন।

স্টেপ ৪। এর পরে জিওফোনে অন্য একটি ওয়েবসাইট ওপেন হবে। এই পেজে স্ক্রোল ডাউন করে ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করেও ডাউনলোড বাটনে ক্লিক করুন।

জিওফোন ছাড়া জিওফোন ২ তেও একই পদ্ধতি ব্যবহার করে যে কোন ইউটিউব ভিডিও ডাউনলোড করা যাবে। সেখানে টাচক্রিনের পরিবর্তে ড-প্যাডের মাধ্যমে নেভিগেট করতে হবে।

Best Mobiles in India

Read more about:
English summary
Here's how to download YouTube on JioPhone

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X