পকেটে রাখুন এমআধার অ্যাপ, আধার কার্ড থাকুক বাড়িতে

By Gizbot Bureau
|

সম্প্রতি এমআধার অ্যাপে বড় পরিবর্তন নিয়ে এসেছে ইউআইডিএআই। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকদের জন্য সামনে এসেছে এই অ্যাপ। এই অ্যাপ থেকেই আধারের সফট কপি ডাউনলোড করা যাবে। এছাড়াও থাকছে অফলাইন কেওয়াইসি, শেয়ার আধার, কিউআর কোড ও ঠিকানা পরিবর্তনের মতো ফিচার।

পকেটে রাখুন এমআধার অ্যাপ, আধার কার্ড থাকুক বাড়িতে

নতুন এমআধার অ্যাপ ব্যবহার করে আধারের সফট কপি সাথে রাখা যাবে। এর ফলে বাড়িতেই রেখে দেওয়া যাবে আধার কার্ড। স্মার্টফোনে আধার ডাউনলোড করে তা দেশের সর্বত্র ব্যবহার করা যাবে। স্মার্টফোনের আধার কার্ডের তথ্য ডাউনলোড করতে কী কী করতে হবে? দেখে নিন।

শুরুতেই লাগবে যেগুলো

লেটেস্ট এমআধার অ্যাপ

সচল ইন্টারনেট কানেকশন

মোবাইল নম্বরের সাথে আধার নম্বর লিঙ্ক

১২ সংখ্যার আধার নম্বর অথবা ভার্চুয়াল আধার আইডি

অফলাইন আধার ডাউনলোডের উপায়

স্টেপ ১। অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে এমআধার অ্যাপ ডাউনলোড করুন।

স্টেপ ২। অ্যাপ ওপেন করুন। 'সার্ভিসেস’ ট্যাব সিলেক্ট করুন। 'ডাউনলোড আধার সিলেক্ট করুন।

স্টেপ ৩। ডাউনলোড আধার বিভাগে তিনটি অপশন দেখতে পাবেন। আধার নম্বর, ভার্চুয়াল আইডি আর এনরোলমেন্ট নম্বর।

স্টেপ ৪। আধার ডাউনলোড করতে আধান নম্বর এন্টার করুন। এর পরে ক্যাপচা দিয়ে ওটিপির আবেদন জানান।

স্টেপ ৫। ভার্চুয়াল আইডি থাকলে একই ভাবে ভার্চুয়াল আইডি দিয়ে ওটিপির আবেদন জানান।

স্টেপ ৬। আধার এনরোলমেন্ট নম্বর ব্যবহার করে আধার ডাউনলোড করতে চাইলে ইআইডি নম্বর ব্যবহার করুন।

স্টেপ ৭। রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পৌঁছবে। এই জন্য আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

স্টেপ ৮। এবার একটি নতুন উইন্ডোতে আধার ফাইল চলে আসবে। সঠিক পাসওয়ার্ড দিয়ে এই ফাইল আনলক করুন।

Best Mobiles in India

English summary
Here’s how to get a reprint of lost Aadhaar card via mAadhaar app.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X