টিভি আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে, বন্ধ করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

একটা সময় ছিল যখন বোকা বাক্স নামে পরিচিত ছিল টিভি। গত কয়েক বছরে স্মার্ট হয়েছে ঘরে কোনায় থাকা বোকা বাক্সটি। সম্প্রতি স্মার্ট টিভি খুব সহজেই ইন্টারনেটের সাথে কানেক্ট করা যায়। আপনি কী ঘরনের অনুষ্ঠান টিভিতে দেখেন সেই তথ্য সংগ্রহ করে আপনাকে বিভিন অনুষ্ঠান দেখার পরামর্শ দেয় স্মার্ট টিভিগুলি। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে স্ক্রিনের উপরে কী কনটেন্ট চলছে তা বুঝে নিয়ে সক্ষম আজকালকার টিভি গুলি। এর যেমন ভালো দিক রয়েছে তেমনই ব্যক্তগত তথ্য কোম্পানির কাছে চলে যাওয়ার ভয় রয়েছে। অনেক সময় কোম্পানিগুলি বিজ্ঞাপন দেখানোর জন্য এই তথ্য ব্যবহার করে।

টিভি আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে, বন্ধ করবেন কীভাবে?

তবে চাইলে স্মার্ট টিভির আপনার উপরে নজরদারি বন্ধ করা সম্ভব। কীভাবে স্মার্ট টিভিকে নিজের ব্যক্তিগত তথ্য দেওয়া বন্ধ করবেন? দেখে নিন।

LG: সেটিংস মেনু থেকে 'লাইভ প্লাস’ অপশান বন্ধ করে দিন/

নতুন LG মডেলে: মেন মেনুতে ডান দিকে উপরে সেটিংস আইকন সিলেক্ট করুন। পরবর্তী স্ক্রিনে 'অন সেটিংস’ সিলেক্ট করুন। এবার 'জেনারেল’ অপশান খুঁজে নিন। সেখানে 'লাইভ প্লাস’ অপশান দেখতে পাবেন।

পুরনো LG মডেল: অ্যাবাউট টিভি অপশানের নীচে টার্ম অফ ইউজ, প্রাইভেসি পলিসি, ভিউইং ইনফর্মেশন অফ করে দিন।

Sony: ইন্টারঅ্যাক্টিভ টিভি সেটিংস অথবা সাম্বা ইন্টারঅ্যাকটিভ টিভি সেটিং বন্ধ ক্রে দিন।

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের Sony স্মার্ট টিভিতে 'সেটিংস’ এ গিয়ে সিস্টেম প্রেফারেন্স অপশান সিলেক্ট করুন। সেখানে ইন্টারঅ্যাক্টিভ টিভি সেটিংস অথবা সাম্বা ইন্টারঅ্যাকটিভ টিভি সেটিং বন্ধ ক্রে দিন।

পুরনো Sony টিভি: সেটিংস -> প্রেফারেন্স -> সেট আপ -> নেটওয়ার্ক -> সাম্বা ইন্টারঅ্যাকটিভ টিভি – সেটিংস থেকে ডিসেবেল করে দিন।

Samsung: ভিউইং ইনফর্মেশন সার্ভিস বন্ধ করে দিন।

নতুন Samsung মডেল: মেন মেনুতে সেটিংস এ যান। সাপোর্ট খুঁজে নিন, এবার স্ক্রোল করে নীচে গিয়ে টার্ম ও পলিসি খুঁজে নিন। সেখানে ভিউইং ইনফর্মেশন সার্ভিস বন্ধ করে দিন।

পুরনো Samsung স্মার্ট টিভি: সেটিংস এ যান। সাপোর্ট খুঁজে নিন, এবার স্ক্রোল করে নীচে গিয়ে টার্ম ও পলিসি খুঁজে নিন।এবার সিঙ্ক প্লাস আর ভয়েস রিকগনিশান সার্ভিস ডিসেবেল করে দিন।

Xiaomi: সেটিংস থেকে ইউজার এগ্রিমেন্ট ডিসেবেল করে দিন।

Vu: টার্ন অফ সাম্বা ইন্টারঅ্যাক্টীভ টিভি।

সেটিংস এ যান, সেখানে সিস্টেম প্রেফারেন্স অপশান সিলেক্ট করে সাম্বা ইন্টারঅ্যাক্টিভ টিভি ডিসেবেল করে দিন।

Best Mobiles in India

Read more about:
English summary
Here's how to stop your TV from 'stealing' your personal data

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X