Jio GigaFiber এ রেজিস্টার করবেন কীভাবে?

|

সম্প্রতি নিজেদের ব্রডব্যান্ড সার্ভিস শুরু করার কথা জানিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। নতুন এই সার্ভিসের নাম হবে জিও গিগাফাইবার। কোম্পানির ৪১ তম বার্ষিক সাধারন সভায় এই কথা ঘোষনা করেছিলেন মুকেশ আম্বানি। কম দামে ঘরে ঘরে ব্রডব্যান্ড পৌঁছে দিয়ে ভারতের ব্রডব্যান্ড বাজারে দখল নিতে চাইছে জিও। আপাতত সারা দেশে ১,১০০ টি শহরে এই পরিষেবা শুরু হবে।

Jio GigaFiber এ রেজিস্টার করবেন কীভাবে?

১৫ অগাস্ট থেকে জিওর ফাইবার ব্রডব্যান্ড JioGigaFiber এর রেজিস্ট্রেশান শুরু হয়েছে। তবে কবে থেকে এই কানেকশান দেওয়া শুরু হবে তা জানায়নি জিও। 4G লঞ্চের সময় যেমন শুরুতে বিনামূল্যে ডাটা ও কল দিয়ে গ্রাহকের মন জয় করেছিল হিও ব্রডব্যান্ড সার্ভিসেও একই কাজ করতে চলেছে মুকেশ আম্বানির কোম্পানি। লঞ্চের সময় GigaFiber প্রিভিউ অফারে গ্রাহকদের কয়েক মাস বিনামূল্যেপরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে জিও।

অনেকদিন ধরেই একাধিক শহরে পরীক্ষামূলকভাবে বিভিন্ন শহরে এই পরিষেবা চালাচ্ছে রিলায়েন্স জিও। ১৫ আগস্ট থেকে এই পরিষেবার জন্য রেজিস্ট্রেশান শুরু হয়েছে। Jio.com ও MyJio অ্যাপ থেকে এই পরিষেবার জন্য রেজিস্টার করতে পারবেন গ্রাহকরা। দেখে নেওয়া যাক Jio GigaFiber রেজিস্ট্রেশানের পদ্ধতি।

স্টেপ ১। GigaFiber এ রেজিস্টাররের জন্য www.jio.com ওয়েবসাইটে লগ ইন করুন।

স্টেপ ২। এই ওয়েবসাইটের উপরে ব্যানারে GigaFiber রেজিস্ট্রেশানের অপশান দেখতে পাবেন।

স্টেপ ৩। এই ব্যানারে লাল রঙের 'invite Jio GigaFiber now' বাটনে ক্লিক করুন।

স্টেপ ৪। এরপরে আপনার ঠিকানা সহ ফর্ম ফিল আপ করুন। লোকেশান দিন।

স্টেপ ৫। এরপরে এই ঠিকানা আপনার বাড়ি না অফিসের তা জানান।

স্টেপ ৬। এবার নাম ও ফোন নম্বর দিন।

স্টেপ ৭। ফোনে OTP পৌঁছালে সাবমিট করে রেজিস্ট্রেশান শেষ করুন।

Best Mobiles in India

Read more about:
English summary
You can simply follow the below mentioned steps and can get resister for the broadband service from Reliance Jio.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X