বিভ্রান্ত করছে গুগল ম্যাপস, ব্যানার উঠল পাড়ায়

By Gizbot Bureau
|

নিজের শহরে কোন অজানা রাস্তা অথবা বিদেশে ঘুরতে যাওয়া আজকাল পথেঘাটে সব থেকে বড় সঙ্গী গুগল ম্যাপস। গুগলের এই নেভিগেশন সার্ভিস গোটা বিশ্বে প্রায় সব দেশেই দারুণ জনপ্রিয় হয়েছে। বিশেষত ভারতবর্ষে কানা গলি ও চিনে ফেলেছে গুগল। কিন্তু গুগল ম্যাপস ফলো করে ভুল পথে গিয়েছেন এমন ঘটনা সচরাচর দেখা যায় না। বিশ্বাস না হলেও নিয়মিত এমনটাই ঘটছে গোয়ার এক সমুদ্র সৈকতে।

বিভ্রান্ত করছে গুগল ম্যাপস, ব্যানার উঠল পাড়ায়

এমনিতেই গোয়ায় বিদেশি পর্যটকদের ভিড় বেশি। সেই রাজ্যে রয়েছে একের পর এক মনোরম সমুদ্র সৈকত। বিভিন্ন সমুদ্র সৈকতে যেতে পর্যটকদের ভরসা সেই গুগল ম্যাপস। গোয়ার জনপ্রিয় বাগা সমুদ্র সৈকতে যাওয়ার সময় পর্যটকদের বিভ্রান্ত করছে গুগল। এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। পর্যটকদের ভুল পথে যাওয়া আটকাতে গোয়ার রাস্তায় ব্যানার টাঙিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই ব্যানারে লেখা হয়েছে, “গুগল ম্যাপস আপনাকে বিভ্রান্ত করছে। এই রাস্তা বাগা সমুদ্র সৈকতের দিকে যায় না। পিছনে ফিরে গিয়ে বাঁ দিকে যেতে হবে। এখান থেকে বাগা সমুদ্র সৈকত এর দূরত্ব এক কিলোমিটার।”

সম্প্রতি টুইটারে এই ব্যানারের একটি ছবি তুলে প্রকাশ করেছিলেন সুমন্ত রাজ নামে এক ব্যক্তি। এরপর টুইটারে দারুণ জনপ্রিয় হয় এই পোস্ট। শুরু হয় রিটুইটের বন্যা।

এমনকি বাগা সমুদ্র সৈকতে যাওয়ার পথে গুগল ম্যাপস দ্বারা বিভ্রান্ত হওয়া কিছু ব্যক্তি সুমন্তর টুইটে রিপ্লাই করেছেন। এক ব্যক্তি জানিয়েছেন ২০১৪ সালের মা বাবাকে নিয়ে বাঘা সমুদ্র সৈকত যাওয়ার পথে গুগল ম্যাপস এর দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন তিনি।

অন্য এক ব্যক্তি জানিয়েছেন, “গোয়ায় থাকার সময় আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছি। এমনকি দিল্লি থেকে চন্ডিগড় আসার সোজা রাস্তাতেও আপনাকে বিভ্রান্ত করতে পারে গুগল।”

Best Mobiles in India

Read more about:
English summary
Many users have reported that Google Maps is showing wrong direction for Baga Beach in Goa.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X