উইন্ডোজের ক্রোমে মেটিরিয়াল ডিজাইন থিম অ্যাক্টিভ করবেন কীভাবে

By Lekhaka
|

অ্যান্ড্রয়েড পি আসছে। আসছে যখন, তখন বোঝাই যাচ্ছে, গুগল তার সব সফটওয়্যার প্রোডাক্টগুলিকে রিডিজাইন করতে চাইছে। নতুন ফিচারের নাম, "Material Design 2". ধারগুলো গোল মতোন হবে, আরও সাদা জায়গা থাকবে, ফলে ডিজাইনটা আরও হবে ঝকঝকে।

উইন্ডোজের ক্রোমে মেটিরিয়াল ডিজাইন থিম অ্যাক্টিভ করবেন কীভাবে

গুগলের রিডিজাইন্ড ক্যালেন্ডার আমাদের হাতে এসেছে। জিমেলের নতুন চেহারা কেমন হবে সেটাও লিক। Beebom বলছে, গুগল ক্রোমের নতুন ডিজাইন কেমন হবে, তাই নিয়ে একটা হিডেন সেটিং এনে ফেলেছে গুগল।

উইন্ডোজে যাদের ক্রোম আছে, সেখানে নতুন এই মেটিরিয়াল ডিজাইন কীভাবে অ্যাক্টিভ করা যাবে এবার জেনে নিন।

সবাই আপনারা জানেন, গুগল যখন কোনও নতুন প্রোডাক্ট নিয়ে পরীক্ষানীরিক্ষা করে, তখন প্রোডাক্টের একদম অন্য ভার্সানে চলে কাজকারবার। ক্রোমের ক্ষেত্রে Google Chrome Canary নিয়ে কাজ চলছে। ফলে সেটা আগে ডাউনলোড করতে হবে। ফলে Google Chrome Canary version 68-এ ওই মেটিরিয়াল ডিজাইন খাটবে আপাতত। তাই ক্রোম ক্যানারিতে আগে আপডেট করুন।

এবার ধাপে ধাপে কাজ

১. ক্রোম ক্যানারি ডাউনলোড করুন। chrome://flags অ্যাড্রেস বারে যান। তার আগে ক্রোম ফ্ল্যাগস ওপেন করে সেই লিঙ্ক ওই অ্যাড্রেস বারে কপি করুন।

ক্রোম ফ্ল্যাগের মধ্যে দিয়ে এক্সরপেরিমেন্টাল ফিচার্সগুলোয় ঢুঁ মারা যায়। তাই গুগলের ওয়ার্নিং একটা আসতে পারে। পাত্তা দেবেন না।

২. ফ্ল্যাগ পেজে সার্চ ফিল্ড সিলেক্ট করুন। top-chrome-md ফ্ল্যাগ সার্চ করুন।

৩.
ড্রপ ডাউন মেনু আছে। ক্রোম ফ্ল্যাগের পরেই আছে। রিফ্রেশ সিলেক্ট করুন

৪. এরপর শুধু Relaunch Now ক্লিক করতে হবে। আসবে মেটিরিয়াল ডিজাইন।

কত লাভ করছে জিও? গ্রাহক সংখ্যাই বা কত? দেখে নিন জিওর হাঁড়ির খবরকত লাভ করছে জিও? গ্রাহক সংখ্যাই বা কত? দেখে নিন জিওর হাঁড়ির খবর

Best Mobiles in India

Read more about:
English summary
Steps to activate the new Material Design theme in Chrome for Windows. The new material design theme can be accessed at the moment only on the Google Chrome Canary version 68 on Windows, so the users need to update Chrome Canary if it's not been done already.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X