Just In
উবার ড্রাইভারকে পিকআপ নোট পাঠাবেন কীভাবে?
গত কয়েক বছরে শহরে যাতায়াতের সংজ্ঞা বদলে দিয়েছে মোবাইল ক্যাব সার্ভিস। এদের মধ্যে অন্যতম উবার। এখন আর ট্যাক্সি ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় না। অ্যাপ বেসড ক্যাব সার্ভিস আপনার বাড়ি বা অফিসে এসে আপনাকে তুলে নিয়ে যায়।

অনেক সময়েই উবার বুক করার পরে ড্রাইভারকে ফোনে নিজের জায়গার রাস্তা চেনাতে ঘাম ছুটে যায়। অনেক বোঝানোর পরেও ড্রাইভার অনেক সময়েই জায়গা চিনতে পারেন না। এই সমস্যার সমাধানে সম্প্রতি অ্যাপের মধ্যে পিকআপ নোট শুরু করেছে উবার। এই নোট পড়ে ড্রাইভার আপনারর জায়গায় পৌঁছে যেতে পারবেন। অনেক সময় ভিড়ের মধ্যে বা অ্যাপার্ট্মেন্টের বিল্ডিং নম্বরের মতো তথ্য সহজেই পিক আপ নোটে পাঠিয়ে দেওয়া যাবে।
উবার ড্রাইভারকে পিকআপ নোট পাঠাতে শুরুতেই উবার অ্যাপ লেটেস্ট ভার্সানে আপডেট করতে হবে। আর প্রয়োজন একটি ইন্টারনেট কানেকশান।
উবার অ্যাপ আপডেট করার জন্য অ্যাজড্রয়েড ফোনে প্লে স্টোর অথবা আইফোনে অ্যাপস্টোর ওপেন করে আপডেট বাটনে ক্লিক করুন। এরপরে নীচের পদ্ধতি অনুসরন করুন।
স্টেপ ১। স্মার্টফোনে উবার অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। ড্রপ লোকেশান সিলেক্ট করুন।
স্টেপ ৩। যে ক্যাব বুক করতে চান সেটি পছন্দ করুন, একই সাথে পেমেন্ট মেথড সিলেক্ট করুন।
স্টেপ ৪। ক্যাব বুক করুন।
স্টেপ ৫। বুকিং শেষ হলে যেখানে বুকিং এর সব তথ্য পাওয়া যায় সেই স্লাইডারটি সোয়াইপ করুন।
স্টেপ ৬। সেখানে 'Any pickup notes?’ অপশান দেখতে পাবেন।
স্টেপ ৭। সেখানে ট্যাপ করে আপনার পিকআপ নোট টাইপ করুন। যেমন: আমি ১ নম্বর গেটের সামনে রয়েছি।
স্টেপ ৮। এবার সেন্ড বাটনে ক্লিক করে পিকআপ নোট ড্রাইভারের কাছে পাঠিয়ে দিন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190