আইফোনে ফ্ল্যাশ লাইট ব্রাইটনেস অ্যাডজাস্ট করবেন কীভাবে?

By Gizbot Bureau
|

অন্ধকারে ফোনের ফ্ল্যাশ লাইট অন করার পরে মনে হয় আর একটু বেশি আলো পেলে ভালো হত। এমন অনুভুতি প্রত্যেকের জীবনের কোন এক সময় হয়েছে। অন্ধকারে দ্বিতীয় স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানো ছাড়া উপায় থাকে না। তবে ফ্ল্যাশ লাইটের ঔজ্জ্বল্য বাড়াতে পারলে অন্ধকারে এই সমস্যার হাত থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

আইফোনে ফ্ল্যাশ লাইট ব্রাইটনেস অ্যাডজাস্ট করবেন কীভাবে?

এই সমস্যার উত্তর রয়েছে আইফোনে। অপারেটিং সিস্টেমের মধ্যে একাধিক ফিচারের জন্য জনপ্রিয় আইফোনের আইওএস। কোন থার্ড পার্টি অ্যাপ ইনস্টল না করেই অন্যান্য অনেক ফিচারের মতোই আইফোনের ফ্ল্যাশলাইটের ব্রাইটনেস কম অথবা বেশি করা যায়। দেখে নিন কীভাবে:

যা যা প্রয়োজন:

আইফোন সিক্স এস বা তার পরের মডেল আর আইওএস ১১ বা তার পরের ভার্সান থাকা বাধ্যতামুলক।

চারটি আলাদা লেভেলে আইফোনে ফ্ল্যাশলাইটের ব্রাইটনেস বদল করা যায়।

আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন ৭, আইফোন ৭ প্লাস আর আইফোন সিক্স এস ফোনে ফ্ল্যাশ লাইটে ব্রাইটনেস বদলের উপায়:

স্টেপ ১। আইফোন আনলক করুন

স্টেপ ২। নিচ থেকে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টার ওপেন করুন।

স্টেপ ৩। এবার ফ্ল্যাশলাইট টগন সিলেক্ট করে ফ্ল্যাশ লাইট অন করুন।

স্টেপ ৪।
এবার থ্রিডি টাচের মাধ্যমে টগলটি ট্যাপ করে হোল্ড করুন।

স্টেপ ৫। এবার ব্রাইটনেস কম অথবা বেশি করার অপশান সামনে আসবে।

স্টেপ ৬। চারটি আলাদা ধাপের যে কোন এখটি সিলেক্ট করুন।

আইফোন টেন, আইফোন টেনএস, আইফোন টেনএস ম্যাক্স আর আইফোন টেনআর ফোনে ফ্ল্যাশ লাইটে ব্রাইটনেস বদলের উপায়:

স্টেপ ১। আইফোন আনলক করুন।

স্টেপ ২। ডান দিকে উপর থেকে সোয়াইপ করে কন্ট্রোল সেন্টার ওপেন করুন।

স্টেপ ৩।
এবার ফ্ল্যাশ লাইট টগন সিলেক্ট করে অন করুন।

স্টেপ ৪। এবার টগলে লং প্রেস করলে ব্রাইটনেস স্লাইডার ওপেন হবে।

স্টেপ ৫। স্লাইডার ব্যাবহার করে ফ্ল্যাশলাইটের ব্রাইটনেস সিলেক্ট করুন।

Best Mobiles in India

English summary
if you are looking forward to controlling the brightness of the flashlight, here’s our ready-to-use guide.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X