স্মার্টফোনে উটকো নম্বর ব্লক করবেন কীভাবে

By GizBot Bureau
|

উটকো নম্বরের জ্বালায় অতিষ্ট। এই অভিজ্ঞতা অনেকেরই আছে। তার ইচ্ছে ফোন করেই চলেছে যখন, আপনারও ইচ্ছে হতে পারে, সেই কল ব্লক লিস্টে পাঠানোর।

স্মার্টফোনে উটকো নম্বর ব্লক করবেন কীভাবে

এটা আজকাল অবশ্য খুব একটা ইস্যু নয়। আইওএস হোক বা অ্যান্ড্রয়েড, ইচ্ছে হলেই ব্লক লিস্টে ফেলে দিতে পারেন সে নম্বর। কী করে করবেন, জেনে নিন

আইওএস ৭ বা তার পরের ভার্সানে কীভাবে নম্বর ব্লক করবেন

অ্যাপলে ইনবিল্ট ব্লক সিস্টেম থাকে। ব্লকট নম্বর থেকে কোনও কল, মেসেজ বা ফেসটাইম রিক্যুয়েস্ট আপনার মোবাইলে ঢুকবে না। কিন্তু যার নম্বর আপনি ব্লক করেছেন, সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তাকে আটকেছেন। কারণ কল ছাড়া বাকি অ্যালার্ট তার কাছে এমনিই যাবে। সেটাও বন্ধ করতে হলে

১. ফোন বলে যে সেকশন, তাতে যান। প্রথমে জেনারেল, সেখানে থেকে ফোন।

২. কল সেকশনে, কল ব্লকিং আর আইডেন্টিফিকেশনের অপশন থাকবে

৩. অন্য একটা পেজ খুলবে

৪. সেখানেই যে নম্বর ব্লক করতে চাইছেন, সেই নম্বর খুলে যাবে

৫. ওই একই ব্লকড মেনুতে ফেসটাইমের সমস্যারও সমাধান হয়ে যাবে

৬. ব্লু বাটন পাবেন। পাবেন ব্লক কন্টাক্ট, যে নম্বর চাইছেন, সেই নম্বর পুট করুন

৭. এরপর যদি মনে হয় চাইলে আনব্লকও করতে পারেন। ওপরে ডানদিকে এডিট অপশনে যাবেন লাল রঙের বাটন, আনব্লক করার অপশন

৮. লাল আনব্লক বাটন ট্যাপ করুন

৯. এছাড়াও আপনি রিসেন্টসে গিয়ে নম্বর সিলেক্ট করে নম্বরের ধারে I সিম্বলে ক্লিক করেও ব্লক করতে পারেন।

অ্যান্ড্রয়েডে ব্লক করার উপায়

১. ফোনে যান

২. তিন ডট ওয়ালা বাটনে ট্যাপ করুন

৩. সিলেক্ট সেটিংস এবং সেখানে কলড ব্লকড নম্বরের অপশন

৪. যে নম্বর ব্লক করতে চাইছেন নম্বর দিন

তবে বিভিন্ন ফোনে অপশন একটু এদিন ওদিক থাকতে পারে।

জাতীয় ডু নট কল রেজিস্ট্রি

Federal Trade’s Commission-এর এই ব্যবস্থা আপনাকে একসঙ্গে তিনটি কল ব্লকের অপশন দেয়। কিন্তু এক্ষেত্রে আপনাকে ইমেল করে নম্বর রেজিস্ট্রেশন করাতে হবে। DoNotCall.gov-এ গিয়ে নম্বর রেজিস্টার করতে হবে। Federal Trade’s Commission আপনার নম্বর অ্যাড করবে। এবার ধরুন কোনও টেলি মার্কেটিং সংস্থার নম্বর আপনি ব্লক করেছেন। এখানে রেজিস্টার করার পরেও যদি তারা আপনাকে বিরক্ত করে, কমপ্লেন করতে পারেন।

<br>Google Chrome দিয়ে কম্পিউটারে ভাইরাস স্ক্যান করবেন কী করে?
Google Chrome দিয়ে কম্পিউটারে ভাইরাস স্ক্যান করবেন কী করে?

Best Mobiles in India

Read more about:
English summary
The options available to block calls on your smartphone.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X