গুগুলকে আপনার কথা শনা থেকে বিরত করবেন কি করে?

|

আমরা সবাই জানি গুগুল আমাদের প্রতিটি পদিক্ষেপে ফলো করে। এই ডাতা গুগুল স্টোর করে রাখে পরে গুগুল ব্যাবহারের অভিজ্ঞতা আরও ভালো করার জন্য। আপনি যদি গুগুলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যাবহার করেন আপনার কথার মাধ্যমের ফোনের প্রায় সব ফিচার ব্যাবহার করতে পারবেন।

গুগুলকে আপনার কথা শনা থেকে বিরত করবেন কি করে?

যদিও আপনার দেওয়া প্রতিটি কমান্ড সেভ হয়ে থাকে গুগুল সার্ভারে। শুনে অবাক হলেন? ভয় পাবেন না। আপনার কথা গুগুল যেন সেভ করতে না পারে সেই উপায় বাতলাতেই এই আর্টিকেল।

গুগুল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করা

গুগুল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করা

স্টেপ ১। সেটিংস এ গিয়ে গুগুল সিলেক্ট করুন

স্টেপ ২। এবার সার্ভিস হেডারে সার্চ করুন।

স্টেপ ৩। এবার ভয়েস এন্ট্রি সিলেক্ট করুন। এখানে আপনি ভয়েস ম্যাচ নামে একটিওপশান পাবেন।

স্টেপ ৪। এবার এখানে "OK Google" এনিটাইম সুইচটি বন্ধ করে দিন।

অথবা

অথবা

স্টেপ ১। গুগুল অ্যাপে বাঁ দিকে উপরে তিনটি দাগে ক্লিক করুন।

স্টেপ ২। সেটিংস সিলেক্ট করুন।

স্টেপ ৩। ভয়েস সিলেক্ট করে ওকে গুগুল ডিটেকশান সিলেক্ট করুন।

স্টেপ ৪। এবার অকে গুগুল এনিটাইম স্লাইডারটি ডিসেবেল করে দিন।

আপনার ভয়েস রেকর্ডিং গুগুল অ্যাকাউন্টে লিঙ্ক হওয়া বন্ধ করুন

স্টেপ ১। এবার গুগুলের অ্যাকটিভিটি কন্ট্রোল পেগে গিয়ে আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন।

স্টেপ ২। এবার ভয়েস অ্যান্ড অডিও অ্যাকটিভিটি সিলেক্ট করুন।

স্টেপ ৩। এবার স্লাইডারটি ডিসেবেন করে দিন।

গুগুল তেজ -এ এলো নতুন চ্যাট ফিচারগুগুল তেজ -এ এলো নতুন চ্যাট ফিচার

গুগুলকে আআপনার মাইক্রোফোন ব্যাবহার করতে দেওওা বন্ধ করুন

গুগুলকে আআপনার মাইক্রোফোন ব্যাবহার করতে দেওওা বন্ধ করুন

স্টেপ ১। সেটিংস এ গিয়ে অ্যাপস ও নোটিফিকেশানে যান।

স্টেপ ২। এবার সি অল অ্যাপস সিলেক্ট করুন।

স্টেপ ৩। এবার স্ক্রোল ডাউন করে গুগুল সিলেক্ট করুন।

স্টেপ ৪। এবার পার্মিশান সিলেক্ট করে মাইক্রোফোন ডিসেবেল করে দিন।

Best Mobiles in India

Read more about:
English summary
It's a known fact that Google follows each and every activity of ours in detail, where the data is stored to improve the experience of the users collectively. In case, if you use the Google's Voice assistant, you can do internet searches, call contacts, take photos, set an alarm, create a calendar event, make a note, and much more the list goes on.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X