Just In
অ্যানড্রয়েড ফোনে বিরক্তিকর কল ব্লক করবেন কীভাবে?
রোজই আমদের ফোনে একাধিক কল আসতে থাকে। এর মধ্যে বেশিরভার কল বন্ধু বা পরিজনের কাজ থেকে এলেও কিছু কল বিভিন্ন কোম্পানির কাছ থেকে আসে। গুরুত্বপূর্ণ সময়ে সেই কলগুলি আমাদের বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। নিজের অ্যানড্র্যেড স্মার্টফোনে বিরক্তিকর কল ব্লক করতে নিচের পদ্ধতি অনুসরন করুন।

বিভিন্ন ফোনে আলাদা উপায়ে কল ব্লক করা যায়। এই অপশান কোথায় থাকে তা স্মার্টফোনের কোম্পানি অথবা অ্যানড্রয়েড ভার্সানের উপরে নির্ভর করে।
স্টক অ্যানড্যয়েড ও ওয়ানপ্লাস স্মার্টফোন
স্টেপ ১। ফোন অ্যাপে কনট্যাক্টের উপরে লং প্রেস করে 'ব্লক নম্বর’ সিলেক্ট করুন।
স্টেপ ২। ফোন অ্যাপ ওপেন করে ডান দিকে উপরে তিনটি ডট মেনুতে ক্লিক করে 'সেটিংস’ এ যান। এখানে কল ব্লকিং অনশান দেখতে পাবেন। যে নম্বরটি ব্লক করতে চান সেটি টাইপ করে অ্যাড করে দিন।
স্যামসাং স্মার্টফোন
স্টেপ ১। ডায়ালার অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। ডান দিকে উপরে তিন ডট মেনু ওপেন করুন।
স্টেপ ৩। যে নম্বরটি ব্লক করতে চান সেটি সিলেক্ট করুন।
শাওমি স্মার্টফোন (MIUI)
স্টেপ ১। সিকিউরিটি অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। ব্লকলিস্ট অপশান ওপেন করুন।
স্টেপ ৩। সেটিংস বাটনে ট্যাপ করুন।
স্টেপ ৪। যে নম্বর ব্লক করতে চান সেটি অ্যাড করুন।
স্টেপ ৫। ব্লকড নম্বরে ট্যাপ করুন।
ওপ্পো ও রিয়েলমি স্মার্টফোন ( ColorOS)
স্টেপ ১। সেটিংস ওপেন করুন।
স্টেপ ২। 'কলস’ সিলেক্ট করুন।
স্টেপ ৩। 'ব্ল্যাকলিস্ট’ অপশান সিলেক্ট করুন।
স্টেপ ৪। '+’ বাটনে ট্যাপ করে যে নম্বরগুলি ব্লগ করতে চান যোগ করুন।
ভিভো স্মার্টফোন (FunTouch OS)
স্টেপ ১। সেটিংস এ যান।
স্টেপ ২। এরপরে মেসেজেস এ যান।
স্টেপ ৩। 'ব্ল্যাকলিস্ট’ অপশান সিলেক্ট করুন।
স্টেপ ৪। যে নম্বর ব্লক করতে চান সেটি যোগ করুন।
হুওয়াউয়েই স্মার্টফোন (EMUI)
স্টেপ ১। কনটাক্টসে যান।
স্টেপ ২। যে নম্বর ব্লক করতে চান সেটি সিলেক্ট করুন।
স্টেপ ৩। ডান দিকে নীচে তিন ডট মেনুতে ক্লিক করুন।
স্টেপ ৪। 'ব্লক কলস’ সিলেক্ট করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470