স্মার্টফোনে সুরক্ষিতভাবে ব্রাউজ করার কিছু টোটকা

ইন্টারনেতে কেউই ১০০% সুরক্ষিত নন। অনলাইনে আপনি কি করছেন তা জানার উপায় থাকে সবসময়। কিন্তু আপনি যদি একটু সতর্ক থাকেন তবে এড়িয়ে চলা যায় হ্যাকারদের উপদ্রব।

|

ইন্টারনেতে কেউই ১০০% সুরক্ষিত নন। অনলাইনে আপনি কি করছেন তা জানার উপায় থাকে সবসময়। কিন্তু আপনি যদি একটু সতর্ক থাকেন তবে এড়িয়ে চলা যায় হ্যাকারদের উপদ্রব। ইন্টারনেটে সুরক্ষিত থাকার অন্যতম জনপ্রিয় উপায় ব্রাউজারে প্রাইভেসি সেটিংস। আসুন দেখে নি এমনি কয়েকটি ব্রাউজারের প্রাইভেসি সেটিংস।

Chrome

Chrome

ক্রোমে সেটিং এর মধ্যে পেয়ে যাবেন প্রাইভেসি অপশান। এখানে ‘সেফ ব্রাউজিং' অপশানটি অন করলেই আপনার ব্রাউজিং সুরক্ষিত করে ফেলবে ক্রোম। কোন ফিশিং বা ম্যালওয়ার আক্রমন হলেই আপনাকে জানান দেবে ক্রোম। এছাড়াও "ডু নট ট্র্যাক' অ্যাকটিভেট করলে আপনাকে আর ট্র্যাক করবে না ক্রোম। এছাড়াও পারিভেট মোড অ্যাকটিভেট করে আপনি ব্রাউজ করতে পারেন ক্রোমে। এর জন্য আপনাকে একটি নতুন ইনকগনিটো ট্যাব ওপেন করতে হবে। এছাড়াও সেটিংস এ গিয়ে ‘প্রাইভেসি' তে পেয়ে যাবেন ‘ক্লিয়ার ব্রাউজিং ডাটা' অপশান। এখান থেকে আপনার সব ব্রাউজিং ডাটা ডিলিট করে ফেলতে পারেন।

 Firefox

Firefox

এই ব্রাউজারে সেটিংস এ গিয়ে ট্র্যাকিং প্রোটেকশান অন করুন। প্রাইভেট ব্রাউজিং এর জন্য ব্যাবহার হয় এই ফিচারটি। এই ফিচার অ্যাকটিভেট করলে আপনার অ্যাড্রেস বারে একটি শিল্ড আইকন চলে আসবে। অর্থাৎ ফায়ারফক্স আপনার ব্রাউজিং ট্র্যাক হতে দিচ্ছে না।

‘ক্লিয়ার প্রাইভেট ডাটা অন এক্সিট' সিলেক্ট করলে প্রত্যেক বা ফায়ারফক্স থেকে বেরিয়ে এলে ডিলিট হয়ে যাবে আপনার সব ব্রাউজিং ডাটা।

এছাড়াও ‘রিমেম্বার লগ ইন' আনচেক করে দিলে আপনার লগ ইন ইউজারনেম ও পাসওয়ার্ড সেভ করবে না ফায়ারফক্স।

Safari

Safari

সেটিংস এ গিয়ে ‘প্রাইভেসি ও সিকিউরিটি' সিলেক্ট করুন। এছাড়াও ক্রস সাইট ট্র্যাকিং বন্ধ করতে পারেন। এছাড়াও ব্লক করে ফেলতে পারেন সব কুকিজ।

ক্যামেরা ও মাইক্রোফন অ্যাক্সেস আনচেক করে দিলে কোন ওয়েব অ্যাপ আপনার ক্যামেরা বা মাইক্রোফোন ব্যাবহার করতে পারবে না। এছাড়াও সেটিংস এ ‘ক্লিয়ার হিস্ট্রি অ্যান্ড ওয়াবসাইট ডাটা' সিলেক্ট করে ব্রাউজিং দাঁত্যা ডিলিট করতে পারেন সাফারি ব্রাউজারে।

ভারতের বাজারে Samsung-এর কয়েকটি লেটেস্ট Android Nougat স্মার্টফোনভারতের বাজারে Samsung-এর কয়েকটি লেটেস্ট Android Nougat স্মার্টফোন

 DUCK DUCK GO

DUCK DUCK GO

এই অ্যাপ এ বিল্ট ইন ট্র্যাকার ব্লকিং এর ফিচার রয়েছে। এছাড়াও এনক্রিপটেড কানেকশান ব্যাবহার করে এ অ্যাপ। নিয়মিত হিস্ট্রি ক্লিয়ার ও সিঙ্গেল বাটনে ট্যাব ওপেনের মতো ফিচার রয়েছে এই অ্যাপ এ। এছাড়াও রয়েছে কোম্পানির নিজিস্ব সার্চ ইঞ্জিন।

Best Mobiles in India

English summary
Web surfing comes with a lot of caveats, here are some methods that strengthen security while browsing.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X