Snapchat এ ইউজার নেম বদল করবেন কীভাবে?

By GizBot Bureau
|

Snapchat এ একটি নতুন অ্যাকাউন্ট খুলে একটি ইউজারনেম সিলেক্ট করে সেই অ্যাকাউন্টে অনেক ফলোয়ার পেয়ে গেলেন। এরপরে অপনার সেই ইউজার নেম আর পছন্দ হচ্ছে না। সেই কারনেই এই প্রতিবেদনের সূত্রপাত।

Snapchat এ ইউজার নেম বদল করবেন কীভাবে?

Snapchat এর ইউজার নেম বদল করা সম্ভব না। সুরক্ষার জন্যই Snapchat গ্রাহকদের ইউজার নেম বদল করতে দেয় না। নতুন ইউজার নেম পেতে হলে Snapchat এ নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। ফলে পুরনো অ্যাকাউন্টে ফলোয়ার জোগাড় করা যে কষ্ট একবার করেছিলেন সেই কাজ আবার করতে হবে। যদিও আগের অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন নেই। আগের অ্যাকাউন্ট ডিলিট করে দিলে আপনার পুরনো ইউজার নেম চিরতরে বিদায় নেবে। নতুন একটি অ্যাকাউন্ট খুলে পুরনো অ্যাকাউন্টের ফলোয়ারদের সেই নতুন অ্যাকাউন্ট ফলো করার আহ্বান জানাতে পারবেন।

১। Android বা iPhone এ Snapchat ডাউনলোদ করুন।

২। সাইন আপ বাটনে ক্লিক করুন।

৩। ব্যক্তিত তথ্য দিয়ে সাইন আপ করুন।

৪। এবার নতুন Snapchat ইউজার নেম দিন।

৫। স্ক্রিনে নির্দেশ ফলো করে অ্যাকাউন্ট সেট আপ করুন।

এইভাবে খুব সহজেই নিজের Snapchat ইউজার নেম দবদল করে ফেলতে পারবেন। এর ফলে আপনার পরনো ও নতুন দুটি অ্যাকাউন্ট চালু থাকবে। কোন কারনে আপনি যদি পরনো অ্যাকাউন্ট ডিলিট করে দিতে চান তবে তা ডিলিট করে দিতে পারেন। তবে মাথায় রাখবেন ফেসবুকের মতো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটের পরে তা ফেরৎ পাওয়া যায় না। একবার ডিলিট করলে পরে আর কোন ভাবেই Snapchat এর সেই ইউজার নেম আর ফেরৎ পাবেন না। তাই খুব প্রয়োজন না পড়লে পুরনো অয়াকাউন্ট ডিলিট না করাই বুদ্ধিমানের কাজ।

Inbox by Gmail অ্যাপ এর দশটি সেরা ফিচারInbox by Gmail অ্যাপ এর দশটি সেরা ফিচার

Best Mobiles in India

Read more about:
English summary
There you have it, the simplest way to change your Snapchat username.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X