হোয়্যাটসঅ্যাপে নম্বর বদল করবেন কীভাবে?

|

আমাদের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে হোয়্যাটসঅ্যাপ। কাজের জায়গা বা ব্যক্তিগত জীবন সব কিছুর সাথেই অঙ্গাঙ্গীভাবে জুড়ে আছে এই মেসেজিং সার্ভিস। আধুনিক টেলিকমিউনিকেশানের যুগে হোয়্যাটসঅ্যাপে এর মতো সার্ভিস বিশ্বব্যাপী যোগাযোগকে আরও সহজ করে তুলেছে।

হোয়্যাটসঅ্যাপে নম্বর বদল করবেন কীভাবে?

বিভিন্ন কারনে আমাদের নম্বর বদল করতে হয়। সেই ক্ষেত্রে পুরনো নম্বরে থাকা হোয়্যাটসঅ্যাপ অ্যাকাউন্টের সব ভ্যাট আগে ডিলিট হয়ে যেত। এখন নম্বর বদল করে একই চ্যাট রেখে দেওয়া সম্ভব। এর জন্য সম্পপ্রতিও নতুন ফিচার যোগ হত্রেছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। এবার ফোনে নতুন সিম কার্ড ঢোকালেও পুরনো চ্যাট সব একই থেকে যাবে। হোয়্যাটসঅ্যাপে নম্বর বদল করার উপায় দেখে নেওয়া যাক।

অ্যানড্রয়েড স্মার্টফোন থেকে হোয়্যাটসঅ্যাপে নম্বর বদল করুন

স্টেপ ১। নতুন সিম কার্ড ফোনে ঢোকান।

স্টেপ ২। হোয়্যাটসঅ্যাপ ওপেন করুন

স্টেপ ৩। WhatsApp > Menu Button > Settings এ গিয়ে কোন নম্বরে হোয়্যাটসঅ্যাপ রেজিস্টার করা আছে দেখে নিতে পারবেন।

স্টেপ ৪। WhatsApp > Menu Button > Settings > Account > Change Number এ যান।

স্টেপ ৫। উপরে আগের নম্বর দিন।

স্টেপ ৬। নীচে নতুন নম্বর দিন।

স্টেপ ৭। হয়ে গেলে Done সিলেক্ট করুন।

স্টেপ ৮। নতুন নম্বর ভেরিফাই করতে বলবে।

iPhone থেকে হোয়্যাটসঅ্যাপে নম্বর বদল করুন

স্টেপ ১। ফোনে নতুন সিম কার্ড ঢোকান।

স্টেপ ২। হোয়্যাটসঅ্যাপ ওপেন করুন।

স্টেপ ৩। Settings > Account > Change Number সিলেক্ট করুন।

স্টেপ ৪। প্রথম বাক্সে বর্তমান হোয়্যাটসঅ্যাপ নম্বর ব্যবহার করুন।

স্টেপ ৫। দ্বিতীয় বাক্সে নতুন হোয়্যাটসঅ্যাপ নম্বর ব্যবহার করুন।

স্টেপ ৬। Continue সিলেক্ট করুন।

Best Mobiles in India

English summary
Here are the steps you need to follow while changing your WhatsApp phone number.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X