কীভাবে ইউটিউবে বন্ধুদের সাথে চ্যাট করবেন?

By GizBot Bureau
|

দিনে বহুবার বিভিন্ন কারনে আমরা গুগলের ভিডিও শেয়ারিং অ্যাপ ইউটিউব খুলি। অনেক ভিডিও দেখার সাথেসাথেই তা বন্ধুদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে। ইউটিউবেই এমন এক অপশান আছে যা দিয়ে ভিডিও দেখার সময় বন্ধুদের সাথে সেই ভিডিও শেয়ার করতে পারবেন। অর্থাৎ বন্ধুদের সাথে কোন ভিডিও শেয়ার করার জন্য ভিডিও বন্ধ করে আপনাকে ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে সেই কাজ করতে হবে না।

কীভাবে ইউটিউবে বন্ধুদের সাথে চ্যাট করবেন?

ইউটিউব অ্যাপ থেকে শেয়ারিং

১। ইউটিউব অ্যাপ খুলুন ও লগ ইন করুন।

২। নিচে বাঁ দিক থেকে তিন নম্বর অ্যাক্টিভিটি ট্যাবে ক্লিক করুন।

৩। এখানে শেয়ারড সিলেক্ট করুন।

৪। কনট্যাকটস সিলেক্ট করুন।

৫। এখানে আপনার বন্ধুদের লিস্ত চলে আসবে। বন্ধুদের অ্যাড করুন।

৬। এছাড়াও ফোনের কনট্যাকট থেকে “Find in your phone book" সিলেক্ট করে ফোনের কনট্যাকট থেকে সব বন্ধুকে অ্যাড করে নিতে পারেন।

৭। এবার চ্যাট সিলেক্ট করুন।

৮। ডান দিকে উপরে তিন ডট মেনুতে ট্যাপ করে যার সাথে চ্যাট করতে চান তাকে অ্যাড করুন। এখানে আপনি গ্রুপ চ্যাট ক্রিয়েট করতে পারবেন।

তবে মাথায় রাখতে হবে যাকে মেসেজ পাটাচ্ছেন তার ইউটিউবে চ্যাটের নোটিফিকেশান অন থাকতে হবে।

কম্পিউটার থেকে শেয়ারিং

১। কম্পিউটারে ইউটিউব ওপেন করুন ও লগ ইন করুন।

২। বেল আইকনের পাশে শেয়ার বাটন সিলেক্ট করুন

৩। এবার আপনার সব ইউটিউব কনট্যাকট দেখতে পাবেন।

৪। এখানে অ্যাড কনট্যাকট এ ক্লিক করে নতুন কনট্যাক্ট অ্যাড করতে পারবেন।

৫। এখানে আপনি যাদের চিনতে পারেন তাদের লিস্ট চলে আসবে।

৬। এখানেও আপনি গ্রুপ চ্যাট শুরু করতে পারবেন। এছাড়াও কোন চ্যাট মিউট করার অপশানও পেয়ে যাবেন এখানেই।

Gmail হ্যাক হলে কীভাবে উদ্ধার করবেন আপনার অ্যাকাউন্ট?Gmail হ্যাক হলে কীভাবে উদ্ধার করবেন আপনার অ্যাকাউন্ট?

Best Mobiles in India

Read more about:
English summary
Did you know that there's also an option to chat while watching a video.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X