কিভাবে ম্যাসেজ না পড়েই হোয়াটস্‌-অ্যাপের লাস্ট সিন চেক করবেন [৪টি সহজ ধাপ]

By ANINDITA SINHA
|

ম্যাসেজ না পড়েই, কারো লাস্ট সিন কিভাবে দেখবেন তা জানতে এই টিউটোরিয়ালটি আপনাকে সাহায্য করবে।

 
কিভাবে ম্যাসেজ না পড়েই হোয়াটস্‌-অ্যাপের লাস্ট সিন চেক করবেন

হোয়াটস্‌-অ্যাপ সিক্রেটে পূর্ণ। এটি শুধু আপনার সিক্রেটগুলিকেই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে সাহায্য করে তা নয়, এর নিজেরও সিক্রেট রয়েছে। আপনি যদি এই ভেবে অবাক হন, যে একটা আইএম (IM) অ্যাপ্লিকেশনের আবার কি সিক্রেট থাকবে, তবে আমরা আমাদের বলতে দিন, এটি অগণিত হিডেন ট্রিক্স ও শর্টকাটে পূর্ন।

উদাহরণ স্বরূপ, আপনি হয়তো কখনোই জানেন না যে, আপনি চ্যাট হেড ওপেন না করে বা ম্যাসেজ না পড়েই, কারো হোয়াটস্‌-অ্যাপের লাস্ট সিন দেখতে পারেন। দেখুন, কিভাবে আপনি এটি করতে পারেন।

প্রথম ধাপ, কনট্যাক্ট সিলেক্ট করুন

প্রথম ধাপ, কনট্যাক্ট সিলেক্ট করুন

হোয়াটস্‌-অ্যাপ লঞ্চ করার পরে, আপনি যদি কারো পাঠানো টেক্সটে নীল টিক না দিয়েই, তাদের অনলাইনের শেষ উপস্থিতি জানতে চান, তবে প্রথমে তাদের কনট্যাক্টের ওপর কিছুক্ষণ ট্যাপ করে রেখে, কনট্যাক্টটি সিলেক্ট করুন।

দ্বিতীয় ধাপ, “ভিউ কনট্যাক্ট করুন”

দ্বিতীয় ধাপ, “ভিউ কনট্যাক্ট করুন”

কন্ট্যাক্ট সিলেক্ট হয়ে গেলে, মেনু বটনে ক্লিক করুন। "ভিউ কনট্যাক্ট" বলে একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন।

তৃতীয় ধাপ, সেই মানুষটির লাস্ট সিন খুঁজুন
 

তৃতীয় ধাপ, সেই মানুষটির লাস্ট সিন খুঁজুন

কনট্যাক্ট সম্বন্ধীয় তথ্য ওপেন হয়ে গেলে, আপনি তার নামের নিচেই তার লাস্ট অ্যাক্টিভিটির সময় উল্লেখ করা দেখতে পাবেন।

চতুর্থ ধাপ, চ্যাট লিস্টে ফেরত যান

চতুর্থ ধাপ, চ্যাট লিস্টে ফেরত যান

এখন আপনি যদি, হোয়াট্‌স-অ্যাপের চ্যাট লিস্টে ফেরত যান তবে আপনি দেখতে পাবেন যে, ছবিতে যেমন দেখানো হয়েছে তেমন করেই, আপনি সফল ভাবেই তাদের ম্যাসেজ না পড়ে তাদের লাস্ট সিন দেখতে পেয়ছেন।

Best Mobiles in India

English summary
Easy guide will help you to see someone's last seen without reading their messages.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X