কিভাবে ক্লিন করবেন টুইটার হিস্ট্রি?

By Satyaki Bhattacharyya
|

সোশাল নেটওয়ার্ক এখন আমাদের জীবনের অন্যতম অঙ্গ। আপনার পরিবার, বন্ধু-বান্ধব, কাজের জায়গার প্রায় সকলেই আপনি কি করছেন তা জানার জন্য বসে থাকেন সোশান নেটওয়ার্কে। আর এই সোশাল নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় অবশ্যই টুইটার।

কিভাবে ক্লিন করবেন টুইটার হিস্ট্রি?

আপনি যদি টুইটারের নিয়মিত গ্রাহক হন তবে টুইটার হিস্ট্রি অবশ্যই একটি গুরুত্বপুর্ণ বিষয়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে ডিলিট করবেন টুইটার হিস্টি?

টুইটারে সব মেসেজ ডিলিট করবেন কিভাবে?

টুইটারে সব মেসেজ ডিলিট করবেন কিভাবে?

স্টেপ ১। আপনার টুইটার পেজ খুলে ডান দিকে উপরে নিজের নামে ক্লিক করে "সুইচ টু ওল্ড টুইটার" সিলেক্ট করুন।

স্টেপ ২। DM Whacker এর অফিশিয়াল পেজটি খুলে বুকমার্ক টুলটি ড্র্যাগ করে আপনার ওয়েব ব্রাউজারের বুকমার্কে নিয়ে আসুন।

স্টেপ ৩। এবার টুইটারের "ডিরেক্ট মেসেজ" পেজে যান এবং DM Whacker বুকমার্কে ক্লিক করে ডিরেক্ট মেসেজের হিসট্রি ডিলিট করে দিন।

কিভাবে ব্যাক্তিগত মেসেজ ও টুইট ডিলিট করবেন?

কিভাবে ব্যাক্তিগত মেসেজ ও টুইট ডিলিট করবেন?

স্টেপ ১। টুইটারে লগ ইন করুন।

স্টেপ ২। এবার আপনার প্রোফাইলে গিয়ে যে টুইটটি ডিলিট করবেন সেটা সিলেক্ট করুন।

স্টেপ ৩। এবার ডিলিট সিলেক্ট করে পোস্টটি রিমুভ করে দিতে পারবেন।

আপনি যদি আলাদা করে মেজেস ডিলিট করতে চান তবে মেসেজ সিলেক্ট করে যে মেসেজটি ডিলিট করতে চান সেটি সিলেক্ট করে ডিলিট অপশান সিলেক্ট করুন।

আপনার পুরনো টুইট ডিলিট করবেন কি করে?
 

আপনার পুরনো টুইট ডিলিট করবেন কি করে?

স্টেপ ১। আপনার ওয়েব ব্রাউজার থেকে twitwipe.com ওপেন করুন।

স্টেপ ২। এবার আপনার লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে তা অথিন্টেকেট করুন।

স্টেপ ৩। এবার "TwitWipe This Account" ট্যাবে ক্লিক করুন।

এইভাবে আপনার সব পুরনো টুইট ডিলিট হয়ে যাবে।

এইভাবে আপনার সব পুরনো টুইট ডিলিট হয়ে যাবে।

উপরের পদ্ধতিগুলি ব্যাবহার করে আপনি ডিলিট করে ফেলতে পারবেন আপনার সব পুরনো টুইট ও মেসেজ।

অ্যান্ড্রয়েডে আসছে হোয়াটসঅ্যাপের গ্রুপ ভিডিও কলঅ্যান্ড্রয়েডে আসছে হোয়াটসঅ্যাপের গ্রুপ ভিডিও কল

Best Mobiles in India

English summary
If you are hyperactive on Twitter, you might consider your Twitter history for obvious reasons. In this post, we will guide you through the deletion process of your Twitter history.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X