এই সহজ উপায়ে Xiaomi ফোনে বিজ্ঞাপন বন্ধ করুন

|

একাধিক আকর্ষনীয় ফিচারের জন্য জনপ্রিয় শাওমির MIUI স্কিন। Mi A1 আর Mi A2 ফোনদুটি বাদ দিলে কোম্পানির সব ফোনে ইনস্টল থাকে MIUI। এই কাস্টম অপারেটিং সিস্টেমে আগে থেকে ইনস্টল থাকে একাধিক অ্যাপ। যা কোন ভাবেই ডিভাইস থেকে ডিলিট করা যায় না। তাই অনেকেই MIUI পছন্দ করেন না। বিশেষ করে স্টক অ্যানড্রয়েড আনুরাগীদের পছন্দ হয় না এই কাস্টম অপারেটিং সিস্টেম। এছাড়াও একাধিক বিজ্ঞাপনের জন্য অনেকেই অপছন্দ করেন MIUI।

এই সহজ উপায়ে Xiaomi ফোনে বিজ্ঞাপন বন্ধ করুন

তবে সহজেই এই বিজ্ঞাপন বন্ধ করে ফেলা যায়। সেটিংস এ গিয়ে একটু খুঁজলেই পেয়ে যাবেন বিজ্ঞাপন বন্ধ করার অপশান। আগে প্রত্যেক অ্যাপ এর সেটিং এ গিয়ে আলাদা ভাবে প্রতিটি অ্যাপ এর নোটিফিকেশান বন্ধ করা যেত। নতুন উপায়ে সহজেই এই কাজ করা যায়। দেখে নেওয়া যাক শাওমি স্মার্টফোনে বিজ্ঞাপন বন্ধ করবেন কীভাবে?

স্টেপ ১। Settings এ যান।

স্টেপ ২। Additional Settings সিলেক্ট করুন।

স্টেপ ৩। Authorisation and revocation তে ট্যাপ করুন।

স্টেপ ৪। এখানে msa ডিসএবেল করে দিন। এর ফলে গোটা ফোনে একসাথে বিজ্ঞাপন দখানোর সব সেটিংস বন্ধ হয়ে যাবে।

Poco F1 ফোনে এই ফিচার কাজ করেছে। যে সব শাওমি ফোনে MIUI 9 অথবা MIUI 10 ভার্সান চলছে সেই সব ফোনে এই ফিচার ব্যবহার করা যাবে।

এছাড়াও শাওমি ফোন্ন থেকে MIUI সরিয়ে দিয়ে কোন কাস্টম রম ইনস্টল করলেওপ বিজ্ঞাপনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Xiaomi ফোন রুট করে কাস্টম রম ইনস্টল করলেও এই ফোনে ওয়্যারিন্টি পাওয়া যাবে। এই কথা Poco F1 এর জন্যও সত্যি।

Best Mobiles in India

Read more about:
English summary
How to completely disable ads on any Xiaomi smartphone: The simplest trick

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X