মাত্র ৫০০ টাকা খরচ করে নতুন Samsung Galaxy Note 9 ফোনকে একটি কম্পিউটারে পরিণত করবেন কীভাবে?

By GizBot Bureau
|

সম্প্রতি লঞ্চ হয়েছে Samsung-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ Galaxy Note 9। এই ফোনে একাধিক এমন ফিচার রয়েছে যা অন্য কোন ফোনে নেই। এর মধ্যেই অন্যতম এই ফোনকে একটি কম্পিউটারে পরিণত করে ফেলার ফিচার। আজ্ঞে হ্যাঁ, মনিটারের সাথে কানেক্ট করে এই ফোনকে একটি আস্ত কম্পিউটারে পরিণত করে ফেলা সম্ভব। DeX এর মাধ্যমে কম্পিউটারে পরিণত করলে Galaxy Note 9 এর ডিসপ্লেটি সেই ক্কম্পিউটারের ট্র্যাকপ্যাডের মতো কাজ করবে।

Samsung Galaxy Note 9 ফোনকে একটি কম্পিউটারে পরিণত করবেন কীভাবে?

নতুন এই ফিচার টেক গুরুদের নজর কেড়েছে। কিন্তু আগে এই ফিচার ব্যবহারের জন্য আলাদা একটি ডক কিনতে হতো। ভারতে এই DeX ডকের দাম ১০০০০ টাকা। কিন্তু ১২০০০ টাকায় এই দেশে Windows নেটবুক পাওয়া যায়। তাই এই ফিচার এতোদিন জনপ্রিয় হয়নি। তবে Galaxy Note 9 এর ক্ষেত্রে গল্পটা অন্য।

Galaxy Note 9 কে কম্পিউটারে পরিণত করার জন্য কোন ডকের প্রয়োজন হবে না। ফোনের ভিতরেই DeX ব্যবহার করেছে Samsung। একটি USB Type-C থেকে HDMI কেবেল থাকলেই Galaxy Note 9 কে একটি কম্পিউটারে পরিণত করে ফেলতে পারবেন।

একটি USB Type-C থেকে HDMI কনভার্টার কেবেলের দাম ৫০০ টাকা। যে কোন ই-কমার্স ওয়েবসাইট থেকে এই কেবেল কেনা সম্ভব। তবে কোন ব্র্যান্ডের একটি USB Type-C থেকে HDMI কনভার্টার কেবেল কিনতে ২০০০ টাকা খরচ হতে পারে। আর প্রয়োজন একটি HDMI কানেকশান সহ টিভি বা মনিটার। Galaxy Note 9এর ডিসপ্লেকে ট্র্যাকপ্যাড ও ভার্চুয়াল কি-বোর্ড হিসাবে ব্যবহার করতে পারেন।

বিজনেস ক্লাস মানুষদের জন্য এই ফিচার নিয়ে এসেছে স্যামসাং। গোটা ওয়ার্কস্টেশান না দিয়ে এবার থেকে কোম্পানি একটি Samsung Galaxy Note 9 ফোন ও একটি কেবেল দিয়ে দিতে পারে কর্মীদের। এর ফলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। কাজের জায়গাতে বা হোটেলে যে কোন টিভি বা মনিটারে কানেক্ট করে সেই ফোনকে কম্পিউটারে পরিণত করে ফেলতে পারবেন কর্মীরা। এর জন্য আর ব্যাগে ভারি ল্যাপটপ নিয়ে ঘুরতে হবে না বিভিন্ন কোম্পানির কর্মীদের।

Best Mobiles in India

Read more about:
English summary
All you need to do is just buy any USB Type-C to HDMI adapter to connect the Galaxy Note 9 to a monitor.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X