কিভাবে নিজের গুগুল ফিডের কার্ড কাস্টোমাইজ করবেন?

আপনার Google Now-এর ফিড-এ রোজই আসছে নিত্য নতুন কার্ড। কিন্তু সেগুলিকে কাস্টোমাইজ করবেন কিভাবে?

|

প্রথমে Siri ও Cortana কে টেক্কা দিতে বাজারে এলেও এখন তার প্রতিযোগিদের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে Google Now। আপনার পছন্দের মতো কার্ড আপনার ফোনে ক্রমাগত পাঠাতে থাকে Google Now। আপনার গুগুল সাচ্চে অয়াকটিভিটির উপর ভিত্তি করে ঐ কার্ডগুলি আপনাকে পাঠায় Google।

 
 কিভাবে নিজের গুগুল ফিডের কার্ড কাস্টোমাইজ করবেন?

গুগুল্ম সার্চ ছাড়াও আপনার Gmail ইনবক্স থেকেও তথ্য সংগ্রহ করে Google। এতো কিছুর পরেও আপনি নিজে কি কার্ড দেখবেন সেটা আপনি যদি নিজে ঠিক করতে চান তবে কিভাবে তা করবেন সেই কথাই নিচে আলোচিত হল।

স্টেপ ১। প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার Google Now-এর কার্ড অপশানটি অন রয়েছে।

 

স্টেপ ২। Google Now ওপেন করুন।

স্টেপ ৩। বাঁ দিকে উপরে তিনটি দাগে ট্যাপ করে Settings ->Accounts & privacy -> Google activity controls -> Web & App Activity তে যান।

স্টেপ ৪। এবার 'Web & App Activity ' অপশানটি টার্ন অন করে দিন।

 কিভাবে নিজের গুগুল ফিডের কার্ড কাস্টোমাইজ করবেন?

এবার কাস্টোমাইজেশানের জন্য আপনাকে সাইডবার মেনুতে ফিরে এসে "Customize"-এ ট্যাপ করতে হবে। এখানে খেলা, ব্যাবসা, বিনোদন ইত্যাদি অপশান দেখতে পাবেন এখানে "+" আইকনে ট্যাপ করে নিজের পছন্দের বিভাগটি বেছে নিতে হবে।

এছাড়াও নিচের পদ্ধতিতে নিজের সার্চ অপশানও কাস্টোমাইজ করে নিতে পারবেন।

স্টেপ ১। Google.com ওপেন করুন।

স্টেপ ২। নিজের পছন্দের জিনিস সার্চ করুন।

স্টেপ ৩। এবার এবার উপরে কার্ড অপশান দেখলে "Follow Add"- ট্যাপ করুন।

ঘোষনা হল iPhone X-এর, এটাই কি এই মুহুর্তের সেরা স্মার্টফোন?ঘোষনা হল iPhone X-এর, এটাই কি এই মুহুর্তের সেরা স্মার্টফোন?

Best Mobiles in India

English summary
Started as a competition to Siri and Cortana, Google Now is much more than that, where it offers cards with information that matters the most to you..

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X