৭ দিন আগের হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করবেন কিভাবে?

|

এই মুহুর্তে বিশ্বে অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপের নাম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা ১০০ কোটির বেশি। যদিও শুরুর দিনের থেকে এখন অনেকটাই বদলে গিয়েছে হোয়াটসঅ্যাপ।

৭ দিন আগের হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করবেন কিভাবে?

সম্প্রতি এক আপডেটে হোয়াটসঅ্যাপে কোন মেসেজ পাঠিয়ে আবার মুছে দেওয়া সম্ভব হচ্ছে। ফলে ভুল করে আপনি যদি অন্য কাউওকে কোন মেসেজ পাঠিয়ে দেন সেই ক্ষেত্রে কাজে লাগছে নতুন এই ফিচার।

কোম্পানির তরফে জানানো হয়েছিল কোন মেসেজ পাঠানোর ৭ মিনিট পর্যন্ত ডিলিট করে ফেলা যাবে যেকোন মেসেজ। যদিও ৭ মিনিটের পরেও ডিলিট করা যাচ্ছে পাঠিয়ে দেওয়া মেসেজ। মনে করা হচ্ছে কোন টেকনিকাল সমস্যার জন্য যে কোন মেসেজ ৭ দিনের মধ্যে মুছে ফেলা সম্ভব হচ্ছে।

আসুন দেখে নিন কিভাবে করবেন,

স্টেপ ১। আপনার ফোনের WiFi ও মোবাইল ডাটা কানেকশান বন্ধ করুন।

স্টেপ ২। এবার সেটিংস এ গিয়ে Apps -> Whatsapp এর মধ্যে Force Stop এ ট্যাপ করুন।

স্টেপ ৩। এবার সেটিংস এ গিয়ে আটোমেটিক ডেট ও টাইম আপডেট বন্ধ করুন।

স্টেপ ৪। এবার আপনি মেসেজটি যখন পাঠিয়েছিলেন আপনার ফোনের ডেট ও টাইম সেই সময়ে সেট করে দিন।

স্টেপ ৫। এবার হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজটি সিলেক্ট করে 'Delete For Me’ বা 'Delete For Everyone’ করে দিন। এবার আপনার ফোনের ডেট ও টাইম ঠিক কিরে ফেলুন।

আপনার আধার নম্বর সুরক্ষিত রাখতে লঞ্চ হল নতুন Virtual IDআপনার আধার নম্বর সুরক্ষিত রাখতে লঞ্চ হল নতুন Virtual ID

Best Mobiles in India

Read more about:
English summary
Whatsapp is one of the most used IM apps around the world right now with a user base of over one billion. Check here on how to delete WhatsApp messages even after 7 minutes

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X