কিভাবে নিজেই বদলে ফেলতে পারেন iPhone এর ব্যাটারি?

|

যত পুরনো হবে ব্যাটারি তত স্লো হতে থাকবে iPhone, এই কথা অ্যাপেল জানানোর পর থেকেই গ্রাহকরা অ্যাপেল স্টোরে ভির জমিয়েছেন ফোনের ব্যাটারি বদলে নিতে। এবং এই ব্যাটারি বদল করতে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আর আপনি যদি এই দীর্ঘ লাইন এড়াতে চান তবে দেখে নিন কিভাবে নিজেই বদলে নেবেন iPhone এর ব্যাটারি। ধৈর্য ঘরে কাজ করলে খুব সহজেই আপনি বদলে ফেলতে পারবেন আপনার iPhone এর ব্যাটারি।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও নতুন ব্যাটারি কিনে ফেলুন

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও নতুন ব্যাটারি কিনে ফেলুন

আপনার iPhone এর ব্যাটারি বদল করতে আপনার প্রয়োজন সঠিক যন্ত্রপাতি ও একটি নতুন ব্যাটারি। এই সবই একসাথে কিনে ফেলতে পারেন। এছাড়াও ঐ প্যাকে পাবেন কিভবে বদলাতে হবে এই ব্যাটারি তার বিস্তারিত বিবরন। আপনি যদি একদম আনাড়ি হন তাও আপনি এই গাইড দেখে বদলে ফেলতে পারবেন আপনার iPhone এর ব্যাটারি।

কিন্তু এটা অতটাও সহজ নয়

কিন্তু এটা অতটাও সহজ নয়

অবশ্যই iPhone এর ভিতরের সারকিট খুবই জটিল। এবং তা সারাই করা কোন মজার কাজ নয়। যদিও আপনি এখানে কিছুই সারাই করছেন না, শুধুমাত্র বদলে ফেলছেন আপনার ফোনের ব্যাটারি। ব্যাটারিটি একটি স্ট্রিপ দিয়ে সুরক্ষিত থাকে। সাবধানে তা খুলে ফেলুন। এরপরে আপনাকে খালি করেকটি স্ক্র ও কানেকটার খুলতে হবে।

আইওএস লিমিটের থেকেও আইফোনের ব্রাইটনেস কমাবেন কীভাবেআইওএস লিমিটের থেকেও আইফোনের ব্রাইটনেস কমাবেন কীভাবে

কিছু গুরুত্বপুর্ণ ধাপ

কিছু গুরুত্বপুর্ণ ধাপ

ক্রু ও কানেকটার খোলা কঠিন কাজ না হলেও আঁঠা নিয়ে কাজ করা জটিল। আপনার কাছে যদি iPhone 7 বা তার থেকেও নতুন মডেল থাকে তাহলে আপনাকে ফোনের এজে হিট দিতে হবে। এর ফলে আঁঠা নরম হয়ে যাবে যা আপনার ফোনের স্ক্রিনকে বাকি অংশের সাথে আটকে রাখে। ভয় পাওয়ার কোন কারণ নেই। রিপ্লস কিটের মধ্যেই বুঝিয়ে লেখা থাকবে কিভাবে করবেন এই কাজ।

ব্যাটারি বদলাবেন কিভাবে?

তাড়াহুড়ো করবেন না। ধীরসুস্থে বদল করুন আপনার iPhone এর ব্যাটারি। সময় নিয়ে বুঝে কাজ করুন। এই কাজ আবশ্যই খুব সহজ নয়, তবে অসম্ভবও নয় এই কাজ।

Best Mobiles in India

English summary
Replacing the battery of your Apple iPhone is something that you can easily do if you remain focused and maintain your patience level.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X