কর্টানা ডিসঅ্যাবল বা তার কাজকম্ম কমাবেন কীভাবে

By Sabyasachi Chakraborty
|

২০১৪ সালে উইন্ডোজ ফোনে ডেবিউ করেছিল কর্টানা। পরের বছর উইন্ডোজ ১০-এ। উইন্ডোজের ভার্চুয়াল পার্সোনাল অ্যাসিস্টান্ট। ভয়েস অ্যাসিস্টান্স থেকে কোনও শিডিউল মনে করানো বা সার্চ করা, সব করে দেয় কর্টানা।

কর্টানা ডিসঅ্যাবল বা তার কাজকম্ম কমাবেন কীভাবে

সবাই ভাল। কিন্তু সমস্যা হচ্ছে, কর্টানা একটু বেশি মাত্রায় অ্যাক্টিভ। তার ফলে আপনার পছন্দ বা ডেটা মাইক্রোসফটে স্টোর করে দেয় এটি। ফলে ওই তথ্য চুরির বিষয়টা এসে যায়।

কর্টানার এই কাজকর্ম যারা কমাতে চান, কীভাবে করবেন দেখে নিন।

কর্টানা ডিসঅ্যাবল করা

কর্টানা ডিসঅ্যাবল করা

সেটিংসে যান। সহজ সরল অন অফ অপশন আছে। অফ করলেই ডিসঅ্যাবল।

কিন্তু তারমানেই যে কর্টানা থেকে আপনার ডেটা ডিলিট হয়ে গেল তা নয়। কর্টানা আবার অফ করলেই সব মনে পড়ে যাবে তার। তাছাড়া কর্টানা ডিসঅ্যাবল করলেও উইন্ডোজ সার্চ অপশনে কোনও প্রভাব নেই।

কর্টানার আপনার সম্পর্কে জানাশোনা কী, জানতে "What Cortana knows about me, লেখা লিঙ্কে ট্যাব করুন। একটা ওয়েবপেজ পাবেন। সেখান থেকেই ডেটা ডিলিটের অপশন মিলবে।

হে কর্টানা ডিস্যাবল করা

হে কর্টানা ডিস্যাবল করা

উইন্ডোজ ১০ অ্যাকসেস করলেই ডিফল্ট "Hey, Cortana" থেকে যায়। এটিও ডিসঅ্যাবল একই ভাবে করা যাবে। তবে সেটাও আংশিক।

"Hey, Cortana" -তে বারবার রেসপন্ড করলে ল্যাপটপে প্রচুর ব্যাটারি খরচ হয়। তাই সতর্ক থাকুন।

 কর্টানার কাজে লাগাম পড়ানো

কর্টানার কাজে লাগাম পড়ানো

কর্টানা হোমে যান। এরপর কর্টানা সেটিংস। ফিচার গুলো অফ করে দিন। টাস্কবার পপ আপের মতো ফিচারগুলিও অফ করে দিন।

কর্টানা ডেটা প্রসেস কী করে জানতে পারমিশন অ্যান্ড হিস্ট্রি সেকশনে যেতে পারেন।

১. ক্লাউড ডেটা কীভাবে কর্টানা প্রসেস করে পাল্টাতে পারেন

২. কর্টানা আগে কী কী করেছে, সেগুলি দেখতে পারেন

৩. আলাদা আলাদা ডিভাইসে লিমিটেশন সেট করা যায়

৪. ডেটা লিমিট করে দিন

অবশেষে ডুয়াল সিম iPhone লঞ্চ করতে চলেছে অ্যাপেলঅবশেষে ডুয়াল সিম iPhone লঞ্চ করতে চলেছে অ্যাপেল

কর্টানাকে ফিরিয়ে আনবেন কীভাবে

কর্টানাকে ফিরিয়ে আনবেন কীভাবে

১. কর্টানা হোমে যান

২. নোটবুকে যান

৩. সেটিংস সিলেক্ট করুন

৪. সিলেক্ট করুন অন

 

কর্টানার নোটবুক

কর্টানার নোটবুক

আর আপনি যদি কর্টানাকে আরও বেশি কাজে লাগাতে চান তবে কর্টানা নোটবুক ব্যবহার করুন। এটা অনেক বেশি পার্সোনালাইজড।

নোটবুক থেকেই মূলত কর্টানা ডেটা কালেক্ট করে। আর আপনার যদি কখনও ইনফো ডিলিট করার ইচ্ছে হয়, করতে পারেন এখান থেকেই।

Best Mobiles in India

Read more about:
English summary
Cortana is voice assistant that debuted on Windows Phone-based smartphones in 2014. A year later, the Cortana voice assistant made its way to the Windows 10 devices. It can perform several functionalities but you can disable or limit its ability from here.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X