ফুল রেজোলিউশনে ইনস্টাগ্রামের ছবি ডাউনলোড করবেন কীভাবে

By Sabyasachi Chakraborty
|

লাখ লাখ ছবি শেয়ার হয় রোজ, ইনস্টাগ্রামে। বেশ পপুলার সোশ্যাল মিডিয়া এই অ্যাপ। গত বছরের সেপ্টেম্বরের হিসেব বলছে, অ্যাপটির অন্তত ৮০০ মিলিয়ন ইউজার রয়েছে। ৪০ বিলিয়নেরও বেশি ফটো হয়েছে আপলোড। গত বছরেরই এপ্রিলে ইনস্টাগ্রাম ডিরেক্টের ইউজার ছিল ৩৭৫ মিলিয়ন। তার আগে জুনে ইনস্টাগ্রাম স্টোরিজের ছিল ২৫০ মিলিয়ন ইউজার।

ফুল রেজোলিউশনে ইনস্টাগ্রামের ছবি ডাউনলোড করবেন কীভাবে

এই ফটো শেয়ারিং অ্যাপে ছবি এখন বুকমার্ক করেও রাখা যায়। যদি পরে দেখতে ইচ্ছে করে, দেখতে পারেন। তবে এর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই ছবি ডাউনলোড করতেও ইচ্ছে করে। কিন্তু মুশকিল হচ্ছে ডাউনলোড অপশন নেই এতে। তবে চিন্তার কারণ নেই। এই লেখায় পেয়ে যাবেন ইনস্টার ছবি ডাউনলোড করার হদিশ।

ধাপ ১- গুগল প্লে স্টোর থেকে নামিয়ে ফেলুন 'InstaPP' অ্যাপটি।

ধাপ ২- অ্যাপটি ওপেন করলে ওপরের দিকে পাবেন সার্চ বার।

ধাপ ৩- যে প্রোফাইলে আপনার পছন্দের ছবি ছিল, সেই প্রোফাইল নেম টাইপ করুন।

ধাপ ৪- কিছুক্ষণ অপেক্ষা করুন। যে প্রোফাইল খুঁজছেন, তার প্রোফাইল পিকচার এসে যাবে। ডাউনলোড অপশনে ট্যাপ করুন।

এবার ল্যাপটপ উইন্ডোজ বা ম্যাকে যদি ডাউনলোড করতে চান, তাহলে,

ধাপ ১- ল্যাপটপ বা ডেক্সটপে ইনস্টাগ্রাম খুলে ফেলুন

ধাপ ২- এবার ছবিটি খুঁজে বের করুন বা সিলেক্ট করুন, ক্লিক করুন তার ওপরে।

ধাপ ৩- খুঁজে পেলে ফটোর ওপরে অ্যাড্রেস বারে ইউআরএল কপি করুন।

ধাপ ৪- এবার যান DownloadGram(https://downloadgram.com/) ওয়েবসাইটে।

ধাপ ৫- যে ইউআরএল কপি করেছিলেন পেস্ট করুন

ধাপ ৬- ডাউনলোড বাটনে ক্লিক করুন, ইমেজ সেভ হয়ে যাবে।

ডিলিটেড হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বেন কীভাবেডিলিটেড হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বেন কীভাবে

Best Mobiles in India

Read more about:
English summary
Instagram is one of the most popular medium, where millions of photos are shared each and every. In this article, we have compiled a list of step that guides you to download the full resolution photo from Instagram.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X